Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • শুভেন্দুর মানসিক চিকিৎসা দরকার! কোচবিহার কাণ্ডে বিস্ফোরক উদয়ন গুহ
জেলা

শুভেন্দুর মানসিক চিকিৎসা দরকার! কোচবিহার কাণ্ডে বিস্ফোরক উদয়ন গুহ

Udayan Guha
Email :5

কোচবিহারে রাজনৈতিক উত্তেজনা চরমে। মঙ্গলবার সফরে গিয়ে হামলার মুখে পড়েন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ, তাঁর গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং তাঁর কনভয়ের উপর হামলা চালানো হয়েছে। ঘটনার পর থেকেই শুভেন্দু সরাসরি আঙুল তুলেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর (Udayan Guha) দিকে, এমনকি তাঁর বিরুদ্ধে মদত দেওয়ার অভিযোগও আনেন। শুভেন্দুর অভিযোগের ভিত্তিতেই উদয়ন গুহর নামে মামলা রুজু হয়েছে বলে স্বীকার করেছেন মন্ত্রী (Udayan Guha) নিজে।

তবে এই মামলাকে ঘিরে পাল্টা প্রশ্ন তুলেছেন উদয়ন (Udayan Guha) । তিনি (Udayan Guha) ব্যঙ্গ করে বলেন, “আমার নামে এফআইআর হবে—এতে অবাক হওয়ার কিছু নেই। তবে অবাক হয়েছি, শুভেন্দু গতকাল থেকে বলে আসছিলেন আমি নাকি রোহিঙ্গাদের মতো লোক দিয়ে ওর উপর হামলা করিয়েছি। কিন্তু আজ যে অভিযোগপত্র দেখছি, তাতে এক জন রোহিঙ্গারও নাম নেই। যাঁদের নাম রয়েছে, তাঁরা সবাই এখানকার ভূমিপুত্র। তাহলে কি রোহিঙ্গাদের সঙ্গে বিজেপির গোপন যোগাযোগ রয়েছে?”

উল্লেখ্য, মঙ্গলবার হামলার পর শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন যে বাংলাদেশি ও রোহিঙ্গা সংখ্যালঘুরাই তাঁর উপর হামলা চালিয়েছে, আর এর পিছনে উদয়ন গুহর প্রচ্ছন্ন মদত রয়েছে। এরপরই কোচবিহারের জেলা পুলিশ সুপারকে তিনি অভিযোগপত্র দেন, যেখানে কোচবিহার কোতোয়ালি ও ঘোকসাডাঙ্গা থানায় একযোগে উদয়ন গুহসহ ৪১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

বুধবার আরও তীব্র সুরে শুভেন্দুকে আক্রমণ করেন উদয়ন গুহ। কটাক্ষ ছুড়ে তিনি বলেন, “খালি মিথ্যাচার করে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। খানিকটা মানসিক সমস্যাও আছে… ওর আর একদিন কোচবিহারের তুফানগঞ্জে থাকা উচিত ছিল। সেখানে ভালো চিকিৎসার ব্যবস্থা আছে। এই রোগের চিকিৎসা কোচবিহারেই ভালো হয়।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts