ডাক্তার দেখাতে বেরিয়ে আর ঘরে ফেরা হল না মনোজ ওঁড়াওয়ের (Jalpaiguri)। রাজগঞ্জের খটখটিয়া ঘাটের কাছে ভয়ঙ্কর হাতির হামলায় প্রাণ হারালেন এক পরিযায়ী শ্রমিক (Jalpaiguri)। ঘটনায় উত্তেজনা ছড়াল এলাকায় (Jalpaiguri)। ক্ষিপ্ত জনতা বনদফতরের গাড়ি ভাঙচুর করে, বনকর্মীরা প্রাণ বাঁচাতে গাড়ি ফেলে পালাতে বাধ্য হন (Jalpaiguri)।
মৃত মনোজ ওঁড়াও (৪৫) রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গ্রামপঞ্চায়েতের মহারাজঘাট এলাকার বাসিন্দা। কেরলে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন তিনি। পায়ে চোট পেয়ে গ্রামে ফিরেছিলেন মাত্র একদিন আগে। আজ দুপুরে বন্ধুর বাইকে চড়ে শিলিগুড়িতে ডাক্তার দেখাতে যাওয়ার পথে খটখটিয়া ঘাটের সামনে এক বুনো হাতির মুখোমুখি হন তাঁরা।
হাতিকে দেখে বাইক থেকে লাফিয়ে পড়েন মনোজ। তার বন্ধু বাইক চালিয়ে পালিয়ে গেলেও পায়ের চোটে পালাতে পারেননি মনোজ। মুহূর্তেই বুনো হাতিটি তাঁকে মাটিতে পিষে দিয়ে চলে যায় জঙ্গলে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত কয়েকদিন ধরে তিস্তা পাড়ে প্রায় ১০০টি হাতির দল প্রতিনিয়ত তাণ্ডব চালাচ্ছে। বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে বেরিয়ে এসে ফসল নষ্ট করছে, গ্রামে ঢুকে পড়ছে। বনদফতরকে বারবার জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।
আজ দুপুরেই এই দাবিতে বনদফতরে ডেপুটেশন দিতে যান গ্রামবাসীরা। সেই সময়েই ঘটে মনোজের মৃত্যুর ঘটনা। খবর পেয়ে বনদফতরের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে ক্ষুব্ধ জনতা তাঁদের ঘিরে ধরে ও গাড়ি ভাঙচুর করে। বনকর্মীরা প্রাণ বাঁচাতে এলাকা ছেড়ে পালিয়ে যান।
এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা মান্তাদারি গ্রামপঞ্চায়েতে। তবে বনদফতরের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনও মন্তব্য মেলেনি।