২৪ জুলাইয়ের ভয়াবহ বজ্রপাতের রক্তাক্ত স্মৃতি এখনও মিলিয়ে যায়নি বাঁকুড়ায় (Bankura)। সেই ঘটনার মাত্র ১৫ দিন পর ফের আকাশের আগুন কেড়ে নিল দুই নিরীহ মানুষের প্রাণ। মঙ্গলবার সন্ধ্যার মুখে বজ্রগর্ভ মেঘে ঢেকে যায় বাঁকুড়ার আকাশ, শুরু হয় বৃষ্টি— আর সেই সঙ্গেই নেমে আসে মৃত্যুর বজ্রাঘাত (Bankura)।
ইন্দাস থানার পলাশী গ্রামে বজ্রপাতে মারা যান রাজু বাগদী (৫৫) এবং পাত্রসায়ের থানার পাটিত গ্রামের জয়ন্ত মণ্ডল (৬৩) (Bankura)। দু’জনেই মাঠে দাঁড়িয়ে আমনের চারা রোপণের কাজ করছিলেন। আচমকা বজ্রপাতের তীব্রতায় মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়েন তারা। স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও, ততক্ষণে সব শেষ হয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের (Bankura)।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে। এই জোড়া মৃত্যুর পর চলতি বর্ষায় বাঁকুড়ায় বজ্রপাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ জনে।
চলতি বছর বর্ষার শুরু থেকেই একের পর এক নিম্নচাপের জেরে বাঁকুড়ায় লাগাতার বৃষ্টি হচ্ছে। এর সঙ্গে বেড়েছে বজ্রগর্ভ মেঘের কার্যকলাপ, যার ফলে প্রায়ই ঘটছে ভয়ঙ্কর বজ্রপাত। ২৪ জুলাই একদিনেই বজ্রপাতে প্রাণ হারিয়েছিলেন ৯ জন— সেই ক্ষত শুকাতে না শুকাতেই ফের আছড়ে পড়ল মৃত্যুর মেঘ।