বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও ভারত-বিরোধী মনোভাবের বৃদ্ধির প্রেক্ষাপটে সীমান্ত নিরাপত্তা নিয়ে আরও কড়া পদক্ষেপ নিচ্ছে বিএসএফ (Bangladeshi infiltrators)। এরই মধ্যে জাল ভারতীয় নথি সহ হাবরা থেকে গ্রেফতার হলেন দুই বাংলাদেশি নাগরিক (Bangladeshi infiltrators)। শুক্রবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে হাবরা থানার পুলিশ (Bangladeshi infiltrators)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজনের নাম বিন্তো কুমার সাহা, যিনি বাংলাদেশের ফরিদপুর জেলার মধুখালী এলাকার বাসিন্দা। অপরজন হরিপ্রসাদ দাস, তাঁর বাড়ি চাঁদপুর জেলার বাগেরী থানার চর মাসি গ্রামে।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, তারা জাল কাগজপত্র ব্যবহার করে ভারতীয় পরিচয়পত্র তৈরি করেছে। এদের মধ্যে একজন ইতিমধ্যেই সেই নথি ব্যবহার করেছে, অন্যজন তা তৈরির চেষ্টায় ছিল। প্রায় এক বছর আগে তারা দালালচক্রের সাহায্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করে বলে অনুমান। সেই চক্রের মাধ্যমেই ভারতীয় ভোটার কার্ড ও অন্যান্য সরকারি নথি বানানো হয়।
হাবরা থানার পুলিশ জানিয়েছে, ধৃতদের শনিবার বারাসত আদালতে পেশ করা হয়েছে। বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ ও গোয়েন্দা বিভাগ জানতে চায়, এই অনুপ্রবেশের পিছনে আর কারা রয়েছে, দালাল চক্রটি কতটা বিস্তৃত এবং এর সঙ্গে কোনও আন্তর্জাতিক জালিয়াতি চক্র জড়িত কি না।
ভারত-পাকিস্তান সীমান্তে টানাপড়েনের মধ্যেই বাংলাদেশের সঙ্গে সীমান্তে অনুপ্রবেশ এবং জাল নথিপত্র নিয়ে এই ঘটনা যথেষ্ট উদ্বেগজনক বলেই মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।