২১ জুলাই শহিদ দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের ধর্মতলার সভা থেকে বাড়ি ফেরার পথেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। প্রাণ হারালেন দলেরই এক প্রবীণ কর্মী (TMC Worker)। পূর্ব বর্ধমানের নবাবহাট মোড়ে একটি সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল পশ্চিম বর্ধমানের কাঁকসা থানার বিদবিহারের বেতা এলাকার বাসিন্দা মধুসূদন পাল নামক এক তৃণমূল কর্মীর (TMC Worker)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শহিদ দিবস উপলক্ষে শুক্রবার সকালে বিদবিহার থেকে বহু তৃণমূল কর্মী-সমর্থক বাসে করে রওনা দিয়েছিলেন কলকাতার ধর্মতলার সভার উদ্দেশে (TMC Worker)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভায় বক্তব্য রাখার পর সন্ধ্যার দিকে সকলে বাড়ি ফেরার পথ ধরেন। কর্মী-সমর্থকদের একটি বাস নবাবহাট মোড়ে কিছুক্ষণ দাঁড়ায় বিশ্রামের জন্য (TMC Worker)।
ঠিক সেই সময় মধুসূদন পাল বাস থেকে নেমে ১৯ নম্বর জাতীয় সড়ক পেরিয়ে উল্টো দিকের একটি দোকানে যাচ্ছিলেন (TMC Worker) বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। সেই মুহূর্তে আচমকাই দ্রুতগতিতে আসা একটি সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে। প্রবল জোরে ধাক্কা লেগে রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়েন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় (TMC Worker)। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় নবাবহাট থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনায় ভেঙে পড়েছেন মধুসূদনের পরিবার। দুর্ঘটনার খবর পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে গোটা এলাকা।
ঘাতক বাসটি কোন ডিপোর, কীভাবে এমন ঘটনা ঘটল—তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে বলে খবর। সেটিকে খুঁজে বের করতে তল্লাশি শুরু হয়েছে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে একে একে এসে দাঁড়িয়ে পড়ে অন্যান্য তৃণমূল কর্মী-সমর্থকদের বাসও। শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।
একটি রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নিয়ে বাড়ি ফেরা আর হল না প্রবীণ তৃণমূল কর্মী মধুসূদন পালের। দলীয় কর্মসূচি থেকে ফেরার পথেই এমন মর্মান্তিক মৃত্যু নিঃসন্দেহে দলের মধ্যে শোকের পরিবেশ তৈরি করেছে।