নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানো নদিয়ার তেহট্ট কেন্দ্রের তৃণমূল বিধায়ক (TMC MLA) তাপস সাহা প্রয়াত। বৃহস্পতিবার সকাল ৮টা ১৫ মিনিটে বাইপাসের ধারে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর (TMC MLA)মৃত্যু হয়। জানা গিয়েছে, তিনি (TMC MLA) ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।
সূত্রের খবর, বুধবার হঠাৎ নিজের বাসভবনে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে প্রথমে স্থানীয় মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে প্রাথমিক চিকিৎসার পর জানা যায়, তিনি ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়েছেন। এরপর তাঁকে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তর করা হয়। সেখানেই বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়।
তাপস সাহার নাম নিয়োগ দুর্নীতি-কাণ্ডে জড়ানোর পর সিবিআইয়ের নজরে আসেন তিনি। চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই একাধিকবার তাঁকে তলব করেছিল। এমনকি, তদন্ত চলাকালীন তাঁর তেহট্টের বাড়িতে প্রায় ১৫ ঘণ্টা তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা।
সেই সময় তল্লাশি হয় তাঁর ঘনিষ্ঠ সহকারীর বাড়িতেও। বাড়ির পাশের একটি পুকুরপাড়ে পুড়িয়ে ফেলা নথির নমুনাও উদ্ধার করে সিবিআই। পরে সেগুলি পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়। এই তল্লাশির দিনই, সন্ধ্যায় সিবিআই অফিসাররা চলে যাওয়ার পর তাপস সাহা প্রতিবেশী ও ঘনিষ্ঠজনদের নিয়ে মাংস-ভাত খাওয়ানোর আয়োজন করেছিলেন।
তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে তেহট্ট ও নদিয়ার রাজনৈতিক মহলে।