অযোগ্যদের তালিকা (SSC Scam) প্রকাশ হতেই চুপচাপ থাকল না উত্তেজনা। বিশেষ করে উত্তর দিনাজপুরের চোপড়ায় শোরগোল চরমে উঠেছে। কারণ, মধ্যরাতে এসএসসি-র দাগি তালিকায় (SSC Scam) জুড়েছে হামিদুর রহমানের মেয়ের নাম।
TV9 বাংলা-কে দেওয়া সাক্ষাৎকারে হামিদুর বলেন, “ওরা কোর্ট কেস (SSC Scam) করেছে। এখন বিষয়টা মেয়ের ও জামাই দেখুক (SSC Scam)। তারা তো কোর্ট কেস করছে।” আসলে, অযোগ্যদের নতুন করে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়ার মামলা চলছে সুপ্রিম কোর্টে। শুনানির সময় রাজ্যের পক্ষে সওয়াল করা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেই কোর্ট নির্দেশ দিয়েছিল, আগামী সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে।
আইনজীবী জানিয়েছিলেন, শনিবারের মধ্যেই তালিকা (SSC Scam) প্রকাশ করা হবে। সেই মতো নামও প্রকাশ করা হলো। কিন্তু প্রথম তালিকায় ছিল না হামিদুরের মেয়ে রোশনারা বেগমের নাম। বিতর্ক শুরু হতেই দেখা যায়, মধ্যরাতে তৃতীয় তালিকায় যুক্ত হয়ে যায় বিধায়ক কন্যার নাম।
প্রসঙ্গত, রোশনারা ২০১৮ সাল থেকে কালীগঞ্জ হাইস্কুলে শিক্ষকতা (SSC Scam) করছিলেন। এসএসসির হলফনামায় রোশনারাই এই নিয়োগকে বেআইনি হিসেবে জানিয়েছিলেন। প্রথম তালিকায় নাম না থাকলেও বিতর্ক শুরু হতেই মধ্যরাতে নাম যুক্ত হওয়ায় তোলপাড় তৈরি হয়েছে এলাকায়।