দুর্গাপুরে তৃণমূলের বরিষ্ঠ নেতা নিখিল নায়েকের (TMC Leader) রহস্যমৃত্যু ঘটেছে। শনিবার বিকেলে তাঁর নিজস্ব বাগানবাড়ি থেকে গলায় ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখিল নায়েক (TMC Leader) ছিলেন তৃণমূলের জেলা সহ-সভাপতি এবং রাজ্যের আইএনটিটিইউসির রাজ্য সহ-সভাপতি।
দুর্গাপুর নগর নিগমের কমলপুরের দশেরবাঁধ এলাকায় তাঁর বাগানবাড়িতে দোতলার সিঁড়ির রেলিংয়ে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ (TMC Leader) পাওয়া যায়। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। নিখিল নায়েকের বহু অনুগামী ও দলের কর্মীরা ঘটনাস্থলে ভিড় করেন।
প্রাথমিকভাবে পুলিশ বলছে, “দেহ উদ্ধার হয়েছে। বেশ কিছু জিনিস উদ্ধার হয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। দ্রুত এই ঘটনার রহস্য উন্মোচিত হবে।” তবে তৃণমূলের কর্মী ও সমর্থকেরা দাবি করছেন, এটি আত্মহত্যা নয়। তাঁদের বক্তব্য, মৃতের হাতে খাবার লেগেছিল এবং পা মাটিতে মুড়িয়ে ছিল, যা স্বাভাবিক আত্মহত্যার ধরন নয়।
তৃণমূলের ১ নম্বর ব্লকের সভাপতি রাজীব ঘোষ বলেন, “অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। পুলিশ তদন্ত করে বিষয়টি সামনে আনুক।” রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদারও ঘটনাস্থলে পৌঁছে বলেন, “নিখিলবাবু একজন বরিষ্ঠ সংগঠক ছিলেন। তাঁর মর্মান্তিক মৃত্যুতে আমরা শোকাহত। পুলিশকে সঠিক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আশা করি দ্রুত ঘটনার সব তথ্য প্রকাশ পাবে।”
এখনও প্রশ্ন উঠছে, ওই দিন নিখিল নায়েক বাগানবাড়িতে কার সঙ্গে ছিলেন এবং কী কারণে তাঁর মৃত্যু হয়েছে। পুলিশ পুরো ঘটনার রহস্য উন্মোচনের চেষ্টা করছে।