হুগলি জেলার খানাকুলের বন্দাইপুরে রঞ্জিত মণ্ডল ও তাঁর পরিবার সামাজিক বয়কটের শিকার হয়েছেন (TMC Leader)। অভিযোগ, বাড়ির সামনে বেআইনি নির্মাণের প্রতিবাদ করার এবং আদালতের দ্বারস্থ হওয়ার কারণে তৃণমূল নেতা অশোক কোল ও তাঁর দলের নির্দেশে গ্রামের অন্য মানুষদের রঞ্জিত পরিবারের সঙ্গে কথা বলা থেকে বিরত থাকতে বাধ্য করা হচ্ছে (TMC Leader)। ভাঙচুর করা হয়েছে বাড়িতে, সরকারি টিউবওয়েল ব্যবহার বন্ধ করা হয়েছে, এমনকি রঞ্জিত পরিবারের সঙ্গে কথা বললে ১০ হাজার টাকা জরিমানা আরোপের হুমকি দেওয়া হয়েছে (TMC Leader)।
রঞ্জিত (TMC Leader) বলেন, “আমরা আমাদের বাড়ির সামনে বেআইনি নির্মাণের প্রতিবাদ করেছি। আদালতের দ্বারস্থ হয়েছি। এখন আমরা সামাজিক বয়কটের শিকার। রাতে ভয়ে বাড়িতে থাকতে পারি না।” তাঁর মা সুষমা মণ্ডল বলেন, “চাষ করতে দিচ্ছেন না, বাথরুম ভেঙে দিয়েছে। কেউ যদি আমাদের সঙ্গে কথা বলে, তাঁকে জরিমানা দিতে হবে। থানায় অভিযোগ করলেও কোনও ফল হয়নি।”
অভিযোগ তুলে শাসকদলের সঙ্গে যুক্ত খানাকুল ১ পঞ্চায়েত সমিতির সহসভাপতি মিন্টু পাল বলেন, “বয়কটের বিষয়ে আমাদের জানা নেই। যদি এমন ঘটনা ঘটে থাকে, তাহলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে বিজেপি শিবির তৃণমূল সরকারের সমালোচনা করেছে। আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেরা বলেন, “বাংলায় মধ্যযুগীয় বর্বরতা চলছে। তৃণমূল ভাবছে, তারা ছাড়া কেউ থাকতে পারবে না। তাই ওই পরিবারকে সামাজিক বয়কট থেকে মুক্ত করতে প্রশাসনের কাছে যাব।”