নাগরাকাটা (Nagrakata) জাতীয় সড়কে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু এবং অন্তত ১২ জন আহত হয়েছেন। দুর্ঘটনা ঘটে একটি বোলেরো (Nagrakata) গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় যাত্রীদের মাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর কয়েকজনকে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার খবর পেয়ে পুলিশবাহিনী (Nagrakata) দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সঙ্গে উপস্থিত হন নাগরাকাটার বিডিও পঙ্কজ কোনার ও আইসি কৌশিক কর্মকার, যারা স্থানীয়দের সঙ্গে উদ্ধারকাজে সাহায্য করেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, গাড়িটি মালবাজার মহকুমার নাগরাকাটার (Nagrakata) খেরকাটা থেকে গাঠিয়া চা বাগানের দিকে যাচ্ছিল, যেখানে মূলত চা বাগানের শ্রমিকরা ছিলেন। হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তিনজন শ্রমিকের মৃত্যু হয়। আহতদের মধ্যে অনেকে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত যাত্রী বহন এবং ঢালু রাস্তা দুর্ঘটনার মূল কারণ। পুলিশের প্রাথমিক তদন্তের পাশাপাশি, স্থানীয় অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পর পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর, পঞ্চায়েত সদস্য লতিফুল ইসলাম ও মজুরুল হক আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এছাড়াও, সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা. ইরফান মোল্লা হোসেন আহতদের চিকিৎসায় হাত লাগান।
স্থানীয়রা আরও অভিযোগ করেছেন, জাতীয় সড়কে পর্যাপ্ত নিরাপত্তা এবং পুলিশের নজরদারি নেই, যার কারণে অতিরিক্ত যাত্রী নিয়ে গাড়ি চলাচল করেছিল। পুলিশের তরফে ঘটনার পূর্ণ তদন্ত শুরু হয়েছে এবং এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।