Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • Tea garden: চা বাগানে হরিণ মেরে রান্না! গ্রেফতার তিন চা শ্রমিক
জেলা

Tea garden: চা বাগানে হরিণ মেরে রান্না! গ্রেফতার তিন চা শ্রমিক

Email :9

রবিবার রাতে হরিণের মাংস রান্না করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল তিন চা শ্রমিক (Tea Garden)। বনদফতরের গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে হরিণের মাংস (Tea Garden)। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ারের রায়ডাক চা বাগানে (Tea Garden)।

ধৃতদের নাম কুশল কিশপোত্তা, এফ্রেম মিনজ এবং অনিল টোপ্পো। তিনজনেই রায়ডাক টি.জি.-র ৪ নম্বর লাইনের বাসিন্দা ও চা বাগানে কর্মরত। অভিযোগ, জঙ্গল থেকে হরিণ শিকার করে সেই মাংস রান্না করছিলেন তাঁরা।

রবিবার সন্ধ্যা ৮টা নাগাদ বিটিআর পূর্ব বিভাগের উত্তর রায়ডাক রেঞ্জের বনকর্মীরা হানা দেন বাগানের ৪ নম্বর লাইনে। একটি ঘরের ভিতরেই চলছিল মাংস রান্না। ঠিক সেই সময়েই তিনজনকে হাতেনাতে গ্রেফতার করেন বনদফতরের আধিকারিকরা।

ধৃতদের বিরুদ্ধে ১৯৭২ সালের বন্যজীবন সুরক্ষা আইনের ধারায় মামলা রুজু হয়েছে। ইতিমধ্যেই তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

বনদফতর সূত্রে জানা গিয়েছে, হরিণ মাংসের নমুনা পরীক্ষার জন্য কলকাতার জ়ুলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া (ZSI)-তে পাঠানো হবে আদালতের অনুমতি সাপেক্ষে।

উত্তর রায়ডাক রেঞ্জ অফিসার ও টিয়ামারি বিটের বনকর্মীরা এই ঘটনার পর এলাকায় নজরদারি আরও বাড়িয়েছেন। বনদফতরের তরফে হুঁশিয়ারি, এই ধরনের অপরাধ কোনওভাবেই বরদাস্ত করা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts