Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • তেজস্বী যাদবের বিস্ফোরক দাবি: ভোটার লিস্ট থেকে বাদ ৬৫ লক্ষ নাম, আমারটাও নেই! নির্বাচন ঘিরে তুফান!
জেলা

তেজস্বী যাদবের বিস্ফোরক দাবি: ভোটার লিস্ট থেকে বাদ ৬৫ লক্ষ নাম, আমারটাও নেই! নির্বাচন ঘিরে তুফান!

tejashwi yadav
Email :1

বিহারের খসড়া ভোটার তালিকা থেকে এক ধাক্কায় বাদ পড়েছে ৬৫ লক্ষেরও বেশি ভোটারের নাম। সেই তালিকায় নিজের নাম না থাকায় বিস্মিত ও ক্ষুব্ধ আরজেডি নেতা তথা বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav) শনিবার পটনায় সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশনকে কটাক্ষ করে প্রশ্ন তোলেন—”এখন আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব কীভাবে?”

জাতীয় নির্বাচন কমিশন চলতি বছরের জুন মাস থেকে বিহারে ভোটার তালিকা সংশোধনের জন্য ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) শুরু করে। শুক্রবার সেই খসড়া তালিকা প্রকাশ করা হয়। তাতে দেখা যায়, অন্তত ৮.৫ শতাংশ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। তেজস্বীর (Tejashwi Yadav) অভিযোগ, “প্রত্যেকটি বিধানসভা কেন্দ্র থেকেই গড়ে ২০ থেকে ৩০ হাজার নাম বাদ দেওয়া হয়েছে। এই তালিকা ঘিরে ভোটাধিকার কেড়ে নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।”

তেজস্বী (Tejashwi Yadav) আরও দাবি করেন, তিনি নিজে ভোটার তথ্য সংশোধনের ফর্ম পূরণ করেছিলেন এবং বুথ লেভেল অফিসার নিজে তার বাড়িতে এসে নথিপত্র নিয়ে গেছেন। তা সত্ত্বেও, তিনি যখন নিজের EPIC নম্বর ব্যবহার করে তালিকায় খোঁজ করেন, তখন নিজের নামের কোনও হদিস পাননি। মোবাইলে সেই সার্চ দেখিয়ে সাংবাদিকদের সামনে তুলে ধরেন তিনি।

নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে তেজস্বী বলেন, “কমিশন বলছে, অনেকে মারা গিয়েছেন, অনেকে রাজ্য ছেড়ে চলে গেছেন, অনেকের নাম একাধিক জায়গায় রয়েছে। কিন্তু তারা যে খসড়া তালিকা প্রকাশ করেছে, তাতে কোথাও কোনও ভোটারের EPIC নম্বর, ঠিকানা বা বুথ নম্বর নেই। তাহলে সাধারণ মানুষ বুঝবে কীভাবে, কার নাম বাদ পড়েছে?”

ভোটের ঠিক কয়েক মাস আগে এমন ঘটনায় রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে বিহারে। তেজস্বীর মতে, এটা নিছক ‘প্রশাসনিক ত্রুটি’ নয়—এটা গণতন্ত্রের উপর এক বড় আঘাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts