২৬ হাজার চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীর মধ্যে একজন হলেন চুঁচুড়ার কোদালিয়ার সুমন বিশ্বাস (Suman Biswas)। চাকরি হারানোর পর থেকেই তিনি আন্দোলনের সামনের সারিতে রয়েছেন। রাজ্য সরকারের বিরুদ্ধে বারবার সরব হয়েছেন (Suman Biswas)। তবে এবার তিনি আরও বড় ধাক্কা খেলেন। অভিযোগ, তাঁর মাসিক বেতন থেকে কেটে নেওয়া হল ১৫ হাজার ৪৬৬ টাকা।
২০১৬ সালের এসএসসি দুর্নীতির জেরে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন। আদালতের নির্দেশ অনুযায়ী তাঁরা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন এবং বেতনও পাবেন। তবে আবার পরীক্ষা দিয়ে চাকরি পেতে হবে। সেই তালিকাতেই আছেন সুমন বিশ্বাস (Suman Biswas)। কিন্তু শুক্রবার যখন তাঁর বেতন ঢোকে, তখন তিনি দেখেন বিপুল অঙ্ক কেটে নেওয়া হয়েছে।
ক্ষুব্ধ সুমন বিশ্বাস (Suman Biswas) বলেন, “আজ আমার বেতন কম এসেছে ১৫ হাজার ৪৬৬ টাকা। আসল কারণ, আমরা দীর্ঘদিন ধরে যোগ্য চাকরি ফেরানোর আন্দোলন করছি। দুর্নীতি না হলে এই লড়াই করারই প্রয়োজন হত না।”
তবে বেতন কাটলেও তিনি আন্দোলন থেকে সরছেন না। তাঁর সাফ কথা, “১৮ অগস্ট আমাকে আটক করেছিল সরকার। ভয় দেখাচ্ছে। এখন আবার চেষ্টা হচ্ছে আমাদের না খেয়ে মরতে বাধ্য করার। কিন্তু সব বেতন কেটে নিলেও আন্দোলন থেকে আমি পিছপা হব না, যতক্ষণ না দুর্নীতিমুক্ত যোগ্য চাকরি ফেরত দেওয়া হচ্ছে।”
আসন্ন এসএসসি পরীক্ষারও বিরোধিতা করেছেন তিনি। সুমনের দাবি, যোগ্য চাকরিহারা শিক্ষকদের জন্য বিধানসভায় জরুরি অধিবেশন ডেকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।