Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ‘অপারেশন সিঁদুর এবার অপারেশন পশ্চিমবঙ্গ!’—তৃণমূল উৎখাতের হুঙ্কার বিজেপির!
জেলা

‘অপারেশন সিঁদুর এবার অপারেশন পশ্চিমবঙ্গ!’—তৃণমূল উৎখাতের হুঙ্কার বিজেপির!

Email :100

আলিপুরদুয়ারের বিজয় সংকল্প সভা থেকে তীব্র আক্রমণে ঝাঁপিয়ে পড়লেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তিনি সরাসরি ঘোষণা করলেন, “তৃণমূল কংগ্রেসকে উৎখাত করে বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হবে।”

বৃহস্পতিবার জনসভায় সুকান্তবাবু (Sukanta Majumdar) বলেন, “হাজার হাজার বিজেপি কর্মী এখন অপারেশন পশ্চিমবঙ্গের জন্য তৈরি। অপারেশন সিঁদুর যেমন জঙ্গিদের বিরুদ্ধে ছিল, তেমনই অপারেশন পশ্চিমবঙ্গ হবে তৃণমূল সরকারের বিরুদ্ধে। আমাদের সৈনিকরাই এই জেহাদি সরকারকে উপড়ে বঙ্গোপসাগরে ফেলে দেবে।”

তিনি (Sukanta Majumdar) আরও বলেন, “আজ আলিপুরদুয়ার থেকে বিজয়রথ চলা শুরু করলেন প্রধানমন্ত্রী মোদীজি। আগে উত্তরবঙ্গের মানুষের অস্তিত্ব ছিল না। কলকাতায় বলা হত, ‘নর্থ বেঙ্গল মানে নট বেঙ্গল’। সেই অবহেলা শেষ হয়েছে মোদী সরকারের হাত ধরে।”

মুর্শিদাবাদের সাম্প্রতিক অশান্তির প্রসঙ্গ টেনে সুকান্তবাবু (Sukanta Majumdar) বলেন, “যারা মাথায় সিঁদুর পরেন, গলায় কাঠের মালা বা মঙ্গলসূত্র রাখেন— তাদের ওপর আক্রমণ চলছে। শুধু কাশ্মীরে নয়, মুর্শিদাবাদেও একই নিপীড়ন চলছে। কারণ একটাই— ওরা হিন্দু, ওরা নিজের ধর্ম মেনে চলে। এই জেহাদি শক্তিকে রুখতে হবে।”

শেষে তিনি বলেন, “২৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্মম, জেহাদি সরকারকে উৎখাত করতে হবে। বঙ্গোপসাগরে ছুড়ে ফেলতে হবে এই দুর্নীতিগ্রস্ত শাসনব্যবস্থা। সবাইকে রেডি থাকতে হবে। বাংলার লড়াই এবার শুরু।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts