Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • জেলা
  • Murshidabad: জাফরাবাদে নিহতের বাড়ি গেলেন সুকান্ত মজুমদার, একী প্রতিশ্রুতি দিলেন তিনি
জেলা

Murshidabad: জাফরাবাদে নিহতের বাড়ি গেলেন সুকান্ত মজুমদার, একী প্রতিশ্রুতি দিলেন তিনি

Email :21

মুর্শিদাবাদের (Murshidabad) জাফরাবাদে নিহত বাবা-ছেলের পরিবারের সঙ্গে দেখা করতে সোমবার পৌঁছান বিজেপি রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ঘটনাস্থলে (Murshidabad) গিয়ে তিনি শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, মন দিয়ে শোনেন সেই ভয়াবহ দিনের বর্ণনা (Murshidabad) ।

পরিবারের সদস্যদের আশ্বস্ত করে সুকান্ত বলেন, “তৃণমূল নেতৃত্ব নিহতদের সন্তানদের পড়াশোনার দায়িত্ব নিচ্ছেন ঠিকই, কিন্তু তাঁরা কি এই শিশুদের বাবা ও দাদুকে ফিরিয়ে দিতে পারবেন? কেন এই নিরপরাধ মানুষদের প্রাণ দিতে হল? তাঁরা তো কারোর ক্ষতি করেননি, কোনও ভাঙচুরে জড়িত ছিলেন না।”

এর আগে, রবিবার নিহতদের বাড়িতে যান তৃণমূল সাংসদ খলিলুর রহমান, রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম এবং বিধায়ক আমিরুল ইসলাম। তাঁরা পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি চন্দন দাসের নাবালক দুই ছেলে ও কন্যার শিক্ষার সম্পূর্ণ দায়িত্ব নেন দুই তৃণমূল সাংসদ।

সুকান্ত মজুমদার জানান, কেন্দ্রীয় সরকার এই পরিবারের পাশে আছে এবং তাঁদের অভাব-অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। তিনি এলাকার নিরাপত্তা জোরদারের কথা বলার পাশাপাশি জানান, এলাকায় আরও বিএসএফ মোতায়েনের প্রয়োজন রয়েছে। তিনি বলেন, “রিফিউজি ক্যাম্পে গিয়ে দেখেছি, সাধারণ মানুষের দাবি—এলাকায় স্থায়ী বিএসএফ ক্যাম্প চাই। রাজ্য পুলিশের ওপর মানুষের আস্থা নেই। আমি রাজ্য সরকারকে অনুরোধ করব, কেন্দ্রীয় বাহিনীর স্থায়ী ক্যাম্প গঠনের জন্য কেন্দ্রের কাছে আবেদন জানাক।”

তবে এই প্রসঙ্গে রাজ্য সরকারের অনুমতির বিষয়টিও তুলে ধরেন তিনি। বলেন, “এখানে বিএসএফ ক্যাম্প তৈরি করতে গেলে রাজ্যের অনুমতি, জমি—সবই প্রয়োজন হয়। সীমান্তে যে রাস্তাগুলি তৈরি হয়, সেই জমিও রাজ্য সরকারের অধীনে। আমি শীঘ্রই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে কথা বলব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts