খড়গপুর আইআইটিতে ফের এক ছাত্রের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল (Kharagpur IIT )। রবিবার ভোরে মদনমোহন মালব্য হলের একটি ঘর থেকে উদ্ধার করা হয় এক পড়ুয়ার ঝুলন্ত দেহ (Kharagpur IIT )। মৃত ছাত্রের নাম (Kharagpur IIT ) মহম্মদ আসিফ কামার (২৪)। তিনি বিহারের (Kharagpur IIT )বাসিন্দা এবং আইআইটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের(Kharagpur IIT ) চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যার পর থেকে আসিফের ঘরের দরজা (Kharagpur IIT ) বন্ধ ছিল। বন্ধুবান্ধবরা তাঁর মধ্যে তেমন কোনও অস্বাভাবিকতা লক্ষ্য করেননি। তবে রাতে হঠাৎ দিল্লি থেকে এক তরুণী ফোন করে আইআইটি কর্তৃপক্ষকে জানায়, আসিফ হয়তো আত্মহত্যা করেছেন। এই খবরে নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষী ও সহপাঠীরা তাঁর ঘরের সামনে যান এবং দরজায় ডাকাডাকি করলেও কোনও সাড়া মেলেনি। পরে খবর দেওয়া হয় পুলিশে।
পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে আসিফের ঝুলন্ত দেহ উদ্ধার করে। কেন ওই তরুণী এমন তথ্য জানালেন বা তাঁর সঙ্গে আসিফের কী সম্পর্ক—তা খতিয়ে দেখছে পুলিশ। গোটা ঘটনায় ঘনীভূত হয়েছে রহস্য।
এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট মেলেনি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।