Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • রাজনীতি না যোগ্যতা? তৃণমূল অঞ্চল সভাপতির নাম জ্বলজ্বল করছে ‘দাগি’ তালিকায়
জেলা

রাজনীতি না যোগ্যতা? তৃণমূল অঞ্চল সভাপতির নাম জ্বলজ্বল করছে ‘দাগি’ তালিকায়

TMC Leader ssc scam
Email :14

শনিবার সন্ধ্যায় প্রকাশিত এসএসসি-র অযোগ্য শিক্ষকদের (SSC Scam) তালিকায় উঠে এসেছে এক চাঞ্চল্যকর নাম। তিনি অজয় মাঝি। রোল নম্বর – ৪২২১১৬৭৫০০৭৫৬৭। তিনি শুধু ‘দাগি’ শিক্ষকই নন, পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার জলচক অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতিও বটে। প্রশ্ন উঠছে—রাজনৈতিক পরিচয় কি তাঁকে আগে চাকরি পাইয়ে দিয়েছিল (SSC Scam)?

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শনিবার এসএসসি মোট ১,৮০৪ জন অযোগ্য শিক্ষকের নাম প্রকাশ করে। সেই তালিকায় রয়েছেন কাউন্সিলর, বিধায়কের স্ত্রী এবং বহু রাজনৈতিকভাবে প্রভাবশালী মানুষের নাম। আর তাদের মধ্যেই জায়গা পেয়েছেন অজয় মাঝি (SSC Scam)।

ঘটনা প্রকাশ্যে আসতেই টিভি৯ বাংলার পক্ষ থেকে অজয় মাঝিকে ফোন করা হয়। ফোন ধরলেও কোনও প্রশ্নের উত্তর দিতে চাননি তিনি। শুধু এক কথায় বলেন, “এখন এই ব্যাপারে কিছু বলতে চাই না।” স্থানীয় সূত্র জানাচ্ছে, তিনি সবংয়ের মোহাড় ব্রম্ভময়ী হাইস্কুলে শিক্ষকতা করতেন। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পর থেকে স্কুলে আর তাঁর মুখ দেখা যায়নি।

তবে আন্দোলনকারীরা নতুন করে ক্ষোভ প্রকাশ করেছেন (SSC Scam)। তাদের বক্তব্য, অপরাধীরা স্পষ্টভাবে চিহ্নিত হলেও শাস্তি এখনো ঠিকঠাক দেওয়া হয়নি। যোগ্য চাকরিপ্রার্থীদের একজন মেহবুব মণ্ডল ক্ষোভ উগরে দিয়ে বলেন, “এখন তো সব পরিষ্কার। কারা চাল, কারা কাঁকড়া, সবই সামনে এসেছে। কিন্তু তারপরও শাস্তি পাচ্ছি আমরা, যারা নির্দোষ। চাকরি চোরদের সঙ্গে আমাদের একসঙ্গে মাপা হচ্ছে। এটা অন্যায়।”

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts