Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • দাগির তালিকায় তৃণমূলের দাপুটে নেতা ও তাঁর স্ত্রী! নিয়োগ দুর্নীতির সঙ্গে নিবিড় যোগ শাসক দলের
জেলা

দাগির তালিকায় তৃণমূলের দাপুটে নেতা ও তাঁর স্ত্রী! নিয়োগ দুর্নীতির সঙ্গে নিবিড় যোগ শাসক দলের

tainted teachers
Email :4

আগেই অভিযোগ উঠেছিল প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার চাকরি নিয়ে (SSC Scam)। যদিও সুপ্রিম কোর্টের প্যানেল তাঁর চাকরি বাতিলের নির্দেশ দেয়, এর অনেক আগে থেকেই চাকরি চলে গিয়েছিল অঙ্কিতার। এবার স্কুল সার্ভিস কমিশন (SSC) অযোগ্যদের তালিকা প্রকাশ করার পর রাজ্যের একাধিক জেলা থেকে উঠে আসছে নতুন ‘দাগি’ শিক্ষকদের নাম (SSC Scam)। এই তালিকায় রয়েছে অনেকেই শাসক দলের নেতা বা পদাধিকারী।

হুগলির একাধিক তৃণমূল নেতা-কর্মীর নাম এই তালিকায় উঠে এসেছে (SSC Scam)। তাদের মধ্যে রয়েছেন বিভাস মালিক ও তার স্ত্রী সন্তোষি মালিক। খানাকুলের প্রভাবশালী নেতা বলে পরিচিত বিভাস ৩১৬ নম্বরে তালিকায় আছেন। তিনি হুগলির প্রাক্তন জেলা পরিষদের সদস্য এবং তারকেশ্বরের একটি বিদ্যালয়ে কর্মরত ছিলেন। স্ত্রী সন্তোষি মালিক ১৩৩২ নম্বরে তালিকায় আছেন। ২০১৬ সালে স্বামী-স্ত্রী দুজনই চাকরি পান। ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত বিভাস জেলা পরিষদের সদস্য ছিলেন।

ফোনে বিভাস জানান, তিনি এখনও তালিকা দেখেননি। তবে কতজন নাম সামনে আসবে, তা এখনও স্পষ্ট নয়।

এর পাশাপাশি তালিকায় মইনুল হকের স্ত্রী নমিতা আদক এবং হুগলির বর্তমান জেলা পরিষদের সদস্যা সাহিনা সুলতানা-র নামও রয়েছে। এই তালিকা প্রকাশের পর পরিষ্কার যে, দুর্নীতি কতটা গভীরে প্রবেশ করেছে, তা রাজ্যের বিভিন্ন জেলায় স্পষ্ট হয়ে উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts