নিয়োগ দুর্নীতি মামলার তালিকায় আবারও রাজ্যের শাসক দল তৃণমূলের নাম উঠে আসলো (SSC Scam)। শুরু থেকেই এই দুর্নীতির অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদাররা। তারা বারবার বলেছেন, নিয়োগ দুর্নীতি তৃণমূলের নেতা-নেত্রীদের (SSC Scam) হাত ধরেই হয়েছে।
শনিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের নির্দেশে প্রকাশিত অযোগ্য বা ‘দাগি’ (SSC Scam) প্রার্থীদের তালিকায় উঠে এসেছে হুগলির খানাকুলের তৃণমূল নেত্রী সাহিনা সুলতানার নাম। সাহিনা সাধারণ নেতা নন, তিনি বর্তমানে হুগলির জেলা পরিষদের সদস্যা। তিনবার জেলা পরিষদের সদস্যা হিসেবে দায়িত্ব পালন করেছেন (SSC Scam)। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ হিসেবেও ছিলেন। অভিযোগ, সেই সময়ই তিনি এসএসসি-র মাধ্যমে চাকরি পান।
২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্তও জেলা পরিষদে ছিলেন সাহিনা। বর্তমানে আবারও সদস্যা হিসেবে রয়েছেন। বলা হয়, শিক্ষা কর্মাধ্যক্ষ থাকাকালীন সাহিনা তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন। প্রথমে বাঁকুড়ার একটি স্কুলে চাকরি পান তিনি। পরে খানাকুলের রাজহাটি-বন্দর হাইস্কুলে শিক্ষিকা পদে কর্মরত ছিলেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জেলা পরিষদের কাজের কারণে স্কুলে নিয়মিত উপস্থিত থাকতেন না।
খানাকুলের প্রভাবশালী নেতা মইনুল হক সাহিনার দাদা। এবার প্রকাশিত তালিকায় মইনুল হকের স্ত্রী নমিতা আদকের নামও রয়েছে। এই তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে, দুর্নীতি কতটা গভীরে পৌঁছেছিল, তা আরও স্পষ্ট হলো। বিরোধীরা বলছেন, তৃণমূলের শীর্ষ নেতা-নেত্রীদের নাম উঠে আসায় রাজ্যের শিক্ষানিয়োগ দুর্নীতির গভীরতা প্রমাণিত।