শনিবার এসএসসি (SSC Scam) অযোগ্য শিক্ষকদের লিস্ট প্রকাশ হওয়ার পর থেকেই একের পর এক নাম সামনে আসছে। আর এবার সেই তালিকায় উঠে এল পোলবার কপিল কুমার মিস্ত্রির নাম। অভিযোগ উঠেছে, স্থানীয় তৃণমূল নেতার হাত ধরে টাকার বিনিময়ে চাকরি পেয়েছিলেন কপিল (SSC Scam) । তবে অভিযুক্ত তৃণমূল নেতা দাবি করেছেন, তিনি কোনও টাকা নেননি, নিলে আগে নিজের ছেলেদের চাকরি দিতেন।
কপিল মিস্ত্রির বাড়ি পোলবার সেঁইয়া গ্রামে। এসএসসি-র প্রকাশ করা দাগিদের তালিকায় ৬১৩ নম্বরে তাঁর নাম রয়েছে। তবে এখন কপিল বাড়িতে নেই (SSC Scam) । পরিবারের দাবি, তিনি অনেকদিন হলো বেড়াতে গেছেন। ফোনেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।
অভিযোগ করেছেন কপিলের প্রতিবেশী প্রদীপ দেশী (SSC Scam) । তিনি বলেন, “কপিল যে স্কুলের চাকরিটা পেয়েছিল সেটা টাকা দিয়ে। পোলবা দাদপুর ব্লকের তৃণমূলের নেতা অজিত ঘোষের হাত ধরে চাকরি জুটেছিল। অজিত ঘোষ টাকা নিয়ে উপরতলা পর্যন্ত পৌঁছে দিয়েছিল। শুধু কপিল নয়, অনেকেই ওঁর মাধ্যমে টাকা দিয়ে চাকরি পেয়েছে।”
অভিযোগের জবাবে অজিত ঘোষ বলেছেন, “আমার সঙ্গে কপিলের কোনও ব্যক্তিগত সম্পর্ক নেই, শুধু ওদের কামারের কাজের সূত্রে পরিচয় (SSC Scam) । ওদের পরিবার চাষের জিনিসপত্র তৈরি করে দেয়। আমার বিরুদ্ধে প্রতিবেশীর অভিযোগ একেবারেই ব্যক্তিগত আক্রোশ থেকে বলা। আমি দীর্ঘদিন রাজনীতি করি, পঞ্চায়েত সমিতির সদস্যও ছিলাম। আমার টাকা নেওয়ার দরকার নেই। আর যদি আমার ক্ষমতা থাকত, তাহলে আগে নিজের ছেলেদের চাকরি দিতাম। ওরাই তো এখনও বেকার।”
এই অভিযোগ সামনে আসতেই এলাকায় শুরু হয়েছে তুমুল আলোচনা। সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, এসএসসি দুর্নীতির নেপথ্যে ঠিক কতদূর পর্যন্ত রাজনৈতিক যোগ রয়েছে।