Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • বাবা মোল্লা না মন্ডল? ভুল নামেই শেষ জীবন, এসআইআর আতঙ্কে আত্মঘাতী বৃদ্ধ!
জেলা

বাবা মোল্লা না মন্ডল? ভুল নামেই শেষ জীবন, এসআইআর আতঙ্কে আত্মঘাতী বৃদ্ধ!

sir panic aa
Email :2

দক্ষিণ দিনাজপুরে ফের এসআইআর আতঙ্ক! এবার প্রাণ গেল এক বৃদ্ধের (Sir Panic)। মঙ্গলবার সকালে কুমারগঞ্জ থানার আগাছা এলাকায় বাড়ি থেকে উদ্ধার হল ওছমান মন্ডল (৬৫)-এর ঝুলন্ত দেহ। পরিবারের দাবি, ভোটার তালিকা ও আধার কার্ডে পদবি না মেলার জেরে এসআইআর আতঙ্কে ভুগছিলেন তিনি। সেই মানসিক চাপে সোমবার গভীর রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন (Sir Panic)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওছমান মন্ডলের ভোটার তালিকায় পদবি লেখা ছিল ‘মোল্লা’, অথচ আধার ও ভোটার কার্ডে রয়েছে ‘মন্ডল’ (Sir Panic)। এই অমিল নিয়েই কয়েকদিন ধরে উদ্বেগে ছিলেন তিনি। স্থানীয় সূত্রে খবর, বিষয়টি নিয়ে একাধিকবার জনপ্রতিনিধি ও নেতাদের কাছে ছুটেছিলেন ওই বৃদ্ধ। তাঁকে আশ্বস্ত করা হলেও আতঙ্ক কাটাতে পারেননি তিনি (Sir Panic)।

ঘটনার খবর পেয়ে কুমারগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য। তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আনিসুর রহমান সরকার ঘটনাস্থলে গিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। তাঁর অভিযোগ, “এসআইআর আতঙ্কে মানুষ আত্মহত্যা করছেন, এর দায় বিজেপিকে নিতেই হবে।”

তৃণমূল নেতৃত্বের দাবি, কেন্দ্রের এনআরসি ও এসআইআর ইস্যুতে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন। অন্যদিকে, বিজেপি এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, “তৃণমূল প্রতিটি মৃত্যু নিয়েই রাজনৈতিক লাভ তোলার চেষ্টা করছে। বাস্তবে এই ঘটনাগুলির কারণ ভিন্ন।”

ঠিক একদিন আগেই হুগলিতে একই ধরনের ঘটনায় মা-মেয়ের মৃত্যু হয়েছিল। ফলে রাজ্যে ‘এসআইআর আতঙ্ক’ এখন নতুন রাজনৈতিক ইস্যুতে পরিণত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts