খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই রাজ্য রাজনীতিতে তৎপরতা বেড়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাসভবনেই জরুরি বৈঠক ডাকেন। এই পরিস্থিতির মধ্যেই বড় মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, বিশেষ নিবিড় পরিমার্জন প্রক্রিয়ার পরে তৃণমূল ও বিজেপির মধ্যে ভোটের ব্যবধান আর নেই (Suvendu Adhikari)। তিনি আরও বলেন, ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হলে আরও অনেক নাম বাদ পড়তে পারে।
নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বক্তব্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ও তৃণমূলের মধ্যে ভোটের ব্যবধান ছিল প্রায় ২১ লক্ষ। বিজেপি পেয়েছিল প্রায় ২ কোটি ৩৩ লক্ষ ভোট, আর তৃণমূল পেয়েছিল প্রায় ২ কোটি ৭৫ লক্ষ ভোট। তাঁর দাবি, বাম ও কংগ্রেস ভোট কাটার ফলে এই ব্যবধান তৈরি হয়েছিল। কিন্তু বর্তমানে যেভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ যাচ্ছে, তাতে বিজেপি ও তৃণমূলের মধ্যে আর তফাত নেই বলেই তাঁর দাবি। চূড়ান্ত তালিকা প্রকাশ হলে বাদ পড়া নামের সংখ্যা আরও বাড়বে বলেও মন্তব্য করেন তিনি (Suvendu Adhikari)।
শুভেন্দু অধিকারীর এই বক্তব্য ঘিরে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। দলের নেতা অরূপ চক্রবর্তী বলেন, ডিসেম্বর এলেই শুভেন্দু অধিকারীর অদ্ভুত আচরণ শুরু হয়। তাঁর দাবি, ২০২৩ সালে প্রতি সপ্তাহেই সরকার পড়ে যাওয়ার কথা বলেছিলেন শুভেন্দু। অরূপ চক্রবর্তীর প্রশ্ন, এত বিপুল সংখ্যক নাম বাদ যাওয়ার দাবি করা হলেও সেই ভোটাররা কোথায় গেলেন, তার কোনও স্পষ্ট উত্তর নেই।













