Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • মেয়ের নাম বাদ পড়ল এনুমারেশন লিস্টে, আতঙ্কে বাবা! মর্মান্তিক পরিণতি রাজগঞ্জে
জেলা

মেয়ের নাম বাদ পড়ল এনুমারেশন লিস্টে, আতঙ্কে বাবা! মর্মান্তিক পরিণতি রাজগঞ্জে

dead body m
Email :5

জলপাইগুড়ির পর ফের রাজগঞ্জে এক মর্মান্তিক ঘটনা (SIR Panic)। এনুমারেশন ফর্ম নিয়ে চরম উদ্বেগে ভুগে আত্মঘাতী হলেন এক বৃদ্ধ। পরিবারের অভিযোগ, মেয়ে শিবানীর নামে এনুমারেশন ফর্ম না আসাতেই আতঙ্কে দিন কাটাচ্ছিলেন ভুবনচন্দ্র রায়। সেই চিন্তা গত কয়েক দিন তাঁকে অস্বাভাবিকভাবে চাপ দিচ্ছিল (SIR Panic)। বৃহস্পতিবার রাতে বাড়ির পাশের গাছে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ায় এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য।

রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি কামারভিটা বুথের বাসিন্দা ভুবনচন্দ্র রায় বহু বছর যাবৎ সেখানেই থাকতেন। তাঁর মেয়ে শিবানীর বিয়ে অন্য ব্লকে হলেও প্রতি ভোটেই বাবার বাড়িতে এসে ভোট দিতেন তিনি (SIR Panic)। পরিবারের বক্তব্য, ভুবনবাবু, তাঁর স্ত্রী ও ছেলের নামে এনুমারেশন ফর্ম এলেও মেয়ে শিবানীর নামে কোনও ফর্ম আসেনি। বিষয়টি সামনে আসতেই ভুবনবাবু প্রবল দুশ্চিন্তায় ভুগতে শুরু করেন (SIR Panic)। দিনভর চিন্তা, রাতভর অস্বস্তি—এর মধ্যেই যেন মানসিকভাবে ভেঙে পড়ছিলেন তিনি। অবশেষে সেই আতঙ্কই তাঁকে আত্মহত্যার দিকে ঠেলে দিল বলে অভিযোগ।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রাজগঞ্জ এলাকায় রাজনৈতিক অস্বস্তিও তৈরি হয়। মৃতের পরিবারকে সান্ত্বনা দিতে শুক্রবার তাঁদের বাড়িতে যান রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খগেশ্বর রায় (SIR Panic)। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায়, অঞ্চল সভাপতি তুষার কান্তি দত্ত, গ্রাম পঞ্চায়েত প্রধান সমিজুদ্দিন আহমেদ সহ তৃণমূল নেতৃত্বের একাধিক সদস্য। তাঁরা পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

বিধায়ক খগেশ্বর রায় (SIR Panic)বলেন, “এভাবে মৃত্যুমিছিল বাড়তেই থাকবে। আমরা প্রতিবাদ থামাব না। পরিবারের সঙ্গে কথা বললাম, প্রচণ্ড দুঃখজনক ঘটনা।”

এনুমারেশন ফর্ম নিয়ে মানুষের মনে যে আতঙ্ক তৈরি হয়েছে—এই মৃত্যুর পর তা আরও একবার তীব্র আকারে সামনে এল। গ্রামবাসীদের বহুজনই বলছেন, যদি এই ফর্ম–সংক্রান্ত বিভ্রান্তি না মেটে, তাহলে আরও ঘটনা ঘটতেই পারে। ভুবনচন্দ্র রায়ের মৃত্যু তাই রাজগঞ্জে বড় প্রশ্নচিহ্ন তুলে দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts