Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • SIR নিয়ে তুফান! ২০০২ সালের ভোটার লিস্ট প্রকাশ করল কমিশন, কুলপির তালিকা রহস্যে ঘেরা!
জেলা

SIR নিয়ে তুফান! ২০০২ সালের ভোটার লিস্ট প্রকাশ করল কমিশন, কুলপির তালিকা রহস্যে ঘেরা!

election commission a
Email :7

SIR বিতর্কের তপ্ত আবহে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যের ২৪ জেলায় একযোগে প্রকাশ করা হয়েছে ২০০২ সালের ভোটার তালিকা। মোট ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে কেবল কুলপি ছাড়া বাকি ২৯৩টি কেন্দ্রের পুরনো তালিকা কমিশনের ওয়েবসাইটে সাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে কুলপির তালিকা এখনও ‘নিখোঁজ’। কমিশনের তরফে জানানো হয়েছে, যদি শেষ পর্যন্ত সেই তালিকা উদ্ধার না হয়, তবে ২০০৩ সালের খসড়া ভোটার তালিকা ব্যবহার করেই কাজ চালানো হবে।

এর আগে চলতি মাসের ৫ তারিখে কমিশন প্রথম দফায় ২৯৪টি কেন্দ্রের মধ্যে মাত্র ১০৩টি কেন্দ্রের ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশ করেছিল। কিন্তু সেসময় চারটি কেন্দ্রের তালিকা মেলেনি— দক্ষিণ ২৪ পরগনার কুলপি, এবং বীরভূমের মুরারই, রামপুরহাট ও রাজনগর। এরপর নির্দেশ দেওয়া হয় জেলাশাসকদের, যাতে যেকোনওভাবে সেই তালিকা উদ্ধার করা যায়। বীরভূমের তিনটি কেন্দ্রের তালিকা মিললেও কুলপির খোঁজ মিলছে না এখনও।

কমিশনের অভ্যন্তরীণ সূত্রে খবর, একান্তই যদি কুলপির ২০০২ সালের তালিকা অদৃশ্যই থেকে যায়, তবে বিকল্প হিসাবে ব্যবহার হবে ২০০৩ সালের ড্রাফট ভোটার লিস্ট। উল্লেখযোগ্যভাবে, বর্তমানে যেটি SIR (Special Intensive Revision) নামে পরিচিত প্রক্রিয়া— সেটি বিহার দিয়ে শুরু হয়েছে, এবং পরে ঘোষণা করা হয়, শুধু বিহার নয়, অন্যান্য রাজ্যেও এটি হবে। ইতিমধ্যেই বিহারের খসড়া তালিকায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে।

প্রসঙ্গত, নির্দিষ্ট সময় অন্তর নির্বাচন কমিশন এই ধরনের বিশেষ সমীক্ষা চালায়, যাতে ভোটার তালিকা থেকে মৃত ব্যক্তির নাম, ভুয়ো ভোটার, কিংবা যাঁরা বাসস্থান পরিবর্তন করেছেন তাঁদের তথ্য বাদ দেওয়া যায়। শেষবার বাংলায় এই SIR হয়েছিল ২০০২ থেকে ২০০৪ সালের মধ্যে। এবার সেই প্রক্রিয়ার পুরনো নথি প্রকাশ হওয়ায় রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts