শিলিগুড়ি (Siliguri) পুরনিগমে বড়সড় ভূমিকম্প। তৃণমূলের মহিলা মেয়র পারিষদ শ্রাবণী দত্তকে দায়িত্ব থেকে সরিয়ে দিল দল। অভিযোগ—গণেশ পূজার ভাসানকে কেন্দ্র করে তিনি অশালীন আচরণ করেছেন, স্থানীয়দের সঙ্গে অশান্তি বাঁধিয়েছেন এবং মারধরও করেছেন (Siliguri)।
ঘটনাটি ঘটেছে গত রবিবার রাতে। জানা গিয়েছে, আশ্রমপাড়া (Siliguri) এলাকায় ভাসান চলাকালীন শ্রাবণী দত্ত দলেরই কয়েকজন স্থানীয় কর্মীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। অভিযোগ, তিনি তখন অপ্রকৃতস্থ অবস্থায় ছিলেন এবং কর্মী ও স্থানীয়দের মারধর করেন। এর জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় (Siliguri)। সোমবার সেই ঘটনার দুটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভিডিও দেখেই তৃণমূলের শীর্ষ নেতৃত্ব নড়েচড়ে বসে।
এরপরই সাংবাদিক বৈঠক করে মেয়র (Siliguri) গৌতম দেব ঘোষণা করেন, “দলের নিচুতলার ক্ষোভের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রাবণী দত্তকে মেয়র পরিষদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। আপাতত চাইল্ড অ্যান্ড মাদার কেয়ার ডিপার্টমেন্টের দায়িত্ব মেয়রের কাছে থাকবে। এই ঘটনা একেবারেই অনভিপ্রেত, যা দল বরদাস্ত করবে না।”
উল্লেখ্য, জন্ম–মৃত্যু, মিড–ডে মিলসহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন শ্রাবণী। কিন্তু অভিযোগ ঘিরে দল তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল।
অন্যদিকে শ্রাবণী দত্ত নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে, আমার শাখা ভেঙে দেওয়া হয়েছে। বহিরাগতরা এসব ঘটিয়েছে। আমার বিরুদ্ধে যে অপ্রকৃতস্থ থাকার অভিযোগ আনা হচ্ছে, তা ভিত্তিহীন। আমি চাইছিলাম দল বিষয়টি খতিয়ে দেখুক। তবে দল যেটা সিদ্ধান্ত নিয়েছে আমি সেটা মেনে নিচ্ছি।”
এই ঘটনায় শিলিগুড়ির রাজনীতিতে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা বলছেন, এমন কাণ্ড এর আগে কখনও ঘটেনি। অন্যদিকে রাজনৈতিক মহল মনে করছে, এই ঘটনা তৃণমূলের জন্য বড় অস্বস্তি তৈরি করল।