নিজের জমিতে চাষের সময় বাংলাদেশিদের (Bangladesh) হাতে অপহৃত হয়েছিলেন শীতলকুচির বাসিন্দা উকিল বর্মণ। ঘটনার প্রায় তিন সপ্তাহ পর, অবশেষে তিনি ভারতের মাটিতে ফিরলেন (Bangladesh)। ভারতে ঢুকেই তিনি বললেন (Bangladesh), “আমি ভালো আছি। ”
গত ১৬ এপ্রিল নিজের জমিতে কাজ করার সময় তাঁকে তুলে নিয়ে যায় কিছু বাংলাদেশি নাগরিক। পরে তাঁকে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-র হাতে তুলে দেওয়া হয়। ‘অনুপ্রবেশকারী’ হিসেবে তাঁকে বাংলাদেশের একটি জেলে রাখা হয়।
বিষয়টি নিয়ে বিএসএফ ও বিজিবি-র মধ্যে একাধিকবার বৈঠক হয়। এসব আলোচনার পর, অবশেষে বুধবার বিকেলে বিজিবি তাঁকে বিএসএফ-এর হাতে তুলে দেয়।
ভারতে ফেরার পর উকিল বর্মণকে প্রথমে বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়, তারপর তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ পরে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য।
ভারতে ফিরে উকিল বর্মণ জানান, তিনি এখন সুস্থ আছেন এবং দেশে ফিরতে পেরে খুবই খুশি। এই ঘটনার পাশাপাশি, একই দিন পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ভারতে ফিরে এসেছেন বিএসএফ জওয়ান পূর্ণম সাউ। পাক রেঞ্জার্সের হাতে বন্দি ছিলেন তিনি। ভারতের কূটনৈতিক চাপের মুখে পড়ে তাঁকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান।