রবিবার সকালে হাওড়ায় ভয়াবহ দুর্ঘটনার (Road accident) কবলে পড়লেন রাজ্যের পঞ্চায়েত প্রতিমন্ত্রী প্রদীপ মজুমদার। হাইওয়ে প্রায় ফাঁকা ছিল, তাই দ্রুত গতিতে ছুটে আসছিল একটি ট্রাক। প্রথমে ট্রাকটি একটি বাইকে ধাক্কা মারে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রীর গাড়িতে সজোরে ধাক্কা মারে (Road accident)।
ঘটনাটি ঘটে দুর্গাপুর থেকে কলকাতা ফেরার পথে, ডোমজুরের সলপ মোড়ের কাছে (Road accident)। সেই সময় মন্ত্রী নিজেই গাড়িতে ছিলেন। ধাক্কার জেরে মন্ত্রীর গাড়ির পিছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তিনি সামান্য চোট পান। তবে বড় বিপদ থেকে রক্ষা পান। অভিযুক্ত ট্রাক ও চালককে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ।
প্রসঙ্গত, এর আগেও রাজ্যের একাধিক নেতার গাড়ি দুর্ঘটনায় পড়ার ঘটনা ঘটেছে। চলতি বছরেই মালদহের মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রের গাড়িতে ধাক্কার অভিযোগ ওঠে। সেই ঘটনায়ও গ্রেফতার হয়েছিল অভিযুক্ত চালক। এবার ফের এক মন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় রাজ্যজুড়ে আলোড়ন শুরু হয়েছে।