উত্তরবঙ্গের বন্যায় ভেসে যাওয়া ১০টি গণ্ডারকে টানা ১৩ দিনের পর নিরাপদে জঙ্গলে ফেরাতে (Rhino Operation) সক্ষম হয়েছেন জলদাপাড়া বন্যপ্রাণী বিভাগ ও বনকর্মীরা। ‘রাইনো অপারেশন’ নামে এই অভিযানে শতাধিক বনকর্মী দিনরাত খাওয়া-দাওয়া ভুলে গণ্ডারগুলিকে উদ্ধার ও ফেরাতে মাঠে নেমেছিলেন (Rhino Operation)।
বড় ধরণের বর্ষণের কারণে জঙ্গলের বাইরে চলে আসে বন্যপ্রাণীরা (Rhino Operation)। প্রথম তিন দিনে পাঁচটি গণ্ডারকে তুলনামূলক (Rhino Operation) সহজে ফেরানো যায়। বাকি পাঁচটি গণ্ডারকে জঙ্গলে ফিরিয়ে আনার জন্য বিশেষ যত্ন নেওয়া হয় (Rhino Operation)। তাদের মধ্যে অনেকে কোনও গর্তে পড়েছিল, কয়েকটি বেপরোয়া হয়ে উঠেছিল। ঘুম পাড়ানি গুলি ছুড়ে কাবু করা হয় এবং চিকিৎসা দেওয়ার পর জঙ্গলে মুক্তি দেওয়া হয়েছে।
অভিযানের শেষে বনকর্মীরা জানান, প্রত্যেকটি গণ্ডার সুস্থ এবং নিরাপদ (Rhino Operation)। এই সফল অভিযানের পর বনদপ্তর থেকে খুশি বনকর্মী থেকে কর্মকর্তারা সকলেই স্বস্তির নিশ্বাস ফেলেছেন। বিজয় দশমীর পর ভারী বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গের বনাঞ্চল ও আশেপাশের এলাকা জলে তলিয়ে গিয়েছিল। জলদাপাড়ার এই অভিযান বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।