Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • রথযাত্রা নয়, যেন মৃত্যুযাত্রা! রথের চূড়া ভেঙে পড়ে রক্তাক্ত হলেন তিনজন!
জেলা

রথযাত্রা নয়, যেন মৃত্যুযাত্রা! রথের চূড়া ভেঙে পড়ে রক্তাক্ত হলেন তিনজন!

ratha yatra
Email :12

ডানকুনির রথযাত্রা (Ratha Yatra) পরিণত হল চরম বিভীষিকায়। উৎসবের আনন্দ মুহূর্তে রঙিন থেকে রক্তাক্ত হয়ে উঠল, যখন রথের চূড়া (Ratha Yatra) আচমকাই ভেঙে পড়ল মানুষের ভিড়ে। ঘটনাটি ঘটেছে ডানকুনি পুরসভার কাছে, টিএন মুখার্জি রোডে।

প্রতি বছরের মতো এবারও ডানকুনি রথতলা থেকে কালীপুর পর্যন্ত আয়োজন করা হয়েছিল রথযাত্রার (Ratha Yatra) । নির্ধারিত সময়েই রথ বের হয়, আর তাতে সামিল হয় অসংখ্য মানুষ। রাস্তাজুড়ে ছিল মানুষের উচ্ছ্বাস, ছোট থেকে বড় সবাই ভিড় জমিয়েছিলেন রথের টানে।

কিন্তু সেই আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়, যখন বিদ্যুতের তারে আটকে গিয়ে রথের চূড়া হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ভিড়ের উপর (Ratha Yatra) । চূড়ার ভারে মাটিতে লুটিয়ে পড়েন অন্তত তিনজন। প্রত্যক্ষদর্শীদের চোখের সামনেই রক্তাক্ত হয়ে ওঠে রাস্তা। মাথায় গুরুতর চোট পান সমিতা বিসোয়ী, দমেন্তি সিং এবং কল্পনা ঠাকুর নামে তিনজন মহিলা। তাঁদের তৎক্ষণাৎ উদ্ধার করে স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হয় (Ratha Yatra) ।

আহতদের মধ্যে এক মহিলার স্বামী বলেন, “আমরা ভেবেছিলাম ভগবানকে দর্শন করতে এলাম, আর ফিরে যাচ্ছি হাসপাতাল হয়ে। আমার স্ত্রীর মাথায় দু’জায়গায় গভীর ক্ষত হয়েছে, পাঁচটি করে সেলাই দিতে হয়েছে। কারও কোনও দায়িত্ব নেই কি?”

এই দুর্ঘটনার পর প্রশ্ন উঠছে রথযাত্রার নিরাপত্তা ঘিরে। বিদ্যুতের তারে এইভাবে রথের চূড়ার আটকে যাওয়া কতটা অবহেলার ফল, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েছেন, তাঁরা বলছেন— এত বড় মিছিল, অথচ কোনও সতর্কতা ছিল না? স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।

এখনও পর্যন্ত আহত তিনজনের অবস্থা স্থিতিশীল বলে খবর। তবে এই ঘটনা যে বছরের পর বছর চলে আসা এক ঐতিহ্যবাহী রথযাত্রাকে কালিমালিপ্ত করে দিল, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts