দীর্ঘ দিন ধরে প্রশাসনিক অচলাবস্থার পর অবশেষে রাজগঞ্জে পূর্ণাঙ্গ বিডিও পেল এলাকা (Rajgang BDO)। মঙ্গলবার থেকে রাজগঞ্জের নতুন বিডিও হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন জয়েন্ট বিডিও সৌরভ কান্তি মণ্ডল। দায়িত্ব নেওয়ার দিনই তাঁর সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানান রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায় (Rajgang BDO)।
প্রসঙ্গত, রাজগঞ্জের আগের বিডিও (Rajgang BDO) প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠায় প্রশাসনিক কাজকর্ম কার্যত থমকে গিয়েছিল। সেই পরিস্থিতির অবসান ঘটাতেই জয়েন্ট বিডিওকে বিডিও পদে বসানোর সিদ্ধান্ত নেয় প্রশাসন। আজ থেকেই তিনি দায়িত্ব সামলাচ্ছেন।
প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে (Rajgang BDO) ঘিরে বিতর্ক এখনও থামেনি। সল্টলেকের দত্তাবাদ এলাকায় স্বর্ণকার স্বপন কামিল্যাকে অপহরণ করে খুনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এই মামলাতেই তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি বিজয় বিষণইয়ের বেঞ্চ আগামী শুক্রবার, ২৩ জানুয়ারির মধ্যে স্থানীয় আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছে তাঁকে।
এর আগে একই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ গত ২২ ডিসেম্বর প্রশান্ত বর্মনকে ৭২ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ মানা হয়নি। পরে আত্মসমর্পণ বা জামিনের আবেদনও করা হয়নি। এর জেরেই গত ডিসেম্বর মাসে বিধাননগর আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
এই পরিস্থিতির মধ্যেই রাজগঞ্জে নতুন বিডিও নিয়োগ হওয়ায় প্রশাসনিক কাজ স্বাভাবিক হবে বলেই মনে করা হচ্ছে।













