Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • “আমার সঙ্গে কী হয়েছে, পাকিস্তান জানে”, পূর্ণম সাউয়ের গর্জন
জেলা

“আমার সঙ্গে কী হয়েছে, পাকিস্তান জানে”, পূর্ণম সাউয়ের গর্জন

Email :108

২২ দিনের আতঙ্কের পর স্বস্তি ফিরল নদিয়ার রিষড়ায় (Purnam Shaw)। পাকিস্তানের সীমান্তে ভুল করে ঢুকে পড়া ভারতীয় জওয়ান পূর্ণম সাউ (Purnam Shaw) অবশেষে ফিরেছেন নিজের বাড়ি। স্ত্রী, সন্তান, বাবা-মায়ের মুখ দেখে আবেগে ভেসে গেলেন তিনি (Purnam Shaw)। তবে পাকিস্তানে কাটানো দিনগুলোর স্মৃতি আজও তাঁকে (Purnam Shaw)নাড়িয়ে দিচ্ছে।

পাকিস্তান তাঁকে কী কী করেছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু না বললেও পূর্ণম বলেন, “ওরা সামনে এলে বুঝিয়ে দেব।” তাঁর বক্তব্য, “প্রোটোকল অনুযায়ী সব বলা যাবে না। তবে যা সহ্য করেছি, সেটা আমি জানি, আর ওরা জানে। ফেরার আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু সবার আশীর্বাদে ফিরে এসেছি।”

তবে এত কিছু সত্ত্বেও পূর্ণমের মনোবল অটুট। তিনি জানিয়ে দিয়েছেন, “আমাদের যা প্রশিক্ষণ, তাতে ভয় পাওয়ার জায়গা নেই। সীমান্তে যেতেই হবে, প্রহরা দিতেই হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts