ল্যাব থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ল গোটা ভবনে। ভয়াবহ অগ্নিকাণ্ডে কেঁপে উঠল পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) এগরা সারদা শশিভূষণ কলেজ।
প্রাথমিকভাবে অনুমান, কেমিস্ট্রি ল্যাব (Purba Medinipur) থেকেই আগুন লাগে। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে কলেজে পৌঁছায় দমকল বিভাগের দুটি ইঞ্জিন। দমকলকর্মীরা দীর্ঘক্ষণ ধরে আগুন (Purba Medinipur) নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও, দুপুর পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
ভাগ্যক্রমে, কলেজ খোলার (Purba Medinipur) আগেই এই ঘটনা ঘটে যাওয়ায় কোনও পড়ুয়া বা কর্মীর হতাহতের খবর নেই। তবে অগ্নিকাণ্ডে কেমিস্ট্রি ল্যাবের বহু মূল্যবান যন্ত্রপাতি, কেমিক্যাল, এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে।
আগুনের তীব্রতায় গোটা সায়েন্স বিল্ডিং এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। আতঙ্কে কলেজ চত্বরে ছড়িয়ে পড়ে চরম উদ্বেগ।
ঘটনার পরপরই কলেজ কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন এবং দমকল বিভাগ একযোগে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। অগ্নিকাণ্ডের কারণ জানতে দমকল এবং পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে। আপৎকালীন নিরাপত্তার কথা মাথায় রেখে সায়েন্স বিল্ডিংটি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
ঘটনার পর থেকে পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা ও কর্মীদের মধ্যে চরম আতঙ্ক ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে।