Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • বাইরে থেকে তালা দিয়ে ঘরে পেট্রোল ঢাললেন যুবক, অগ্নিদগ্ধ হয়ে মায়ের মৃত্যু
জেলা

বাইরে থেকে তালা দিয়ে ঘরে পেট্রোল ঢাললেন যুবক, অগ্নিদগ্ধ হয়ে মায়ের মৃত্যু

deadbody
Email :2

পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) খণ্ডঘোষে রাতের অন্ধকারে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। অভিযোগ, সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে এক যুবক নিজের সৎ মা, বাবা ও ভাই-বোনকে ঘরে তালাবদ্ধ করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। ভয়াবহ আগুনে পুড়ে মৃত্যু হয় গৃহবধূ সন্ধ্যা মিস্ত্রির (Purba Bardhaman)(৪২)।

পুলিশ (Purba Bardhaman) সূত্রে জানা গিয়েছে, মৃতার স্বামী কৃষ্ণপদ মিস্ত্রি (৫০), ছেলে বাদল (১৩) ও মেয়ে সুমিত্রা (১০) গুরুতরভাবে দগ্ধ হয়েছেন। কৃষ্ণপদ ও ছেলের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় অভিযুক্ত বাবুল মিস্ত্রি নিজেও আগুনে দগ্ধ হয়েছেন এবং বর্তমানে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

স্থানীয়দের (Purba Bardhaman) বক্তব্য, রবিবার গভীর রাতে কৃষ্ণপদ মিস্ত্রি পরিবার নিয়ে ঘরে ঘুমোচ্ছিলেন। তখনই প্রথম পক্ষের ছেলে বাবুল বাইরে থেকে দরজা তালা মেরে ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। ভয়াবহ আগুনে ঘর জ্বলে উঠলে ভেতরে আটকে পড়ে চিৎকার করতে থাকেন পরিবারের সদস্যরা। প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ এসে স্থানীয়দের সাহায্যে দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

চিকিৎসকরা জানান, হাসপাতালে নিয়ে আসার পরই মৃত্যু হয় কৃষ্ণপদের স্ত্রী সন্ধ্যার। গুরুতর দগ্ধ কৃষ্ণপদ ও ছেলে বাদল মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। মেয়ে সুমিত্রার আঘাত তুলনামূলক কম।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জমিজমা ও সম্পত্তি নিয়ে পারিবারিক অশান্তির জেরেই বাবুল এই নৃশংস কাজ করেছেন। তবে সত্যতা মিলবে তদন্তের পর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts