মুর্শিদাবাদ (Murshidabad) এবং জঙ্গিপুর পুলিশ জেলার শীর্ষপদে বড়সড় প্রশাসনিক রদবদল। মুর্শিদাবাদের (Murshidabad) পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব এবং জঙ্গিপুরের পুলিশ সুপার আনন্দ রায়কে সরিয়ে দেওয়া হয়েছে পদ থেকে। তাদের পরিবর্তে নতুন দায়িত্বে আসছেন কুমার সানি রাজ ও অমিত কুমার সাউ (Murshidabad) ।
সূর্য প্রতাপ যাদবকে বদলি করে পাঠানো হয়েছে কোচবিহারের নারায়ণী ব্যাটালিয়নে, আর তাঁর জায়গায় মুর্শিদাবাদ পুলিশ জেলার দায়িত্ব নিচ্ছেন কুমার সানি রাজ, যিনি এর আগে রানাঘাট পুলিশ জেলার এসপি ছিলেন।
অন্যদিকে, জঙ্গিপুর পুলিশ জেলার এসপি আনন্দ রায়কে বদলি করে পাঠানো হয়েছে সালুয়ার থার্ড ব্যাটেলিয়নে। তাঁর জায়গায় নতুন এসপি হিসেবে আসছেন অমিত কুমার সাউ, যিনি কলকাতা সাউথের ডিসি পদে দায়িত্বে ছিলেন।
প্রসঙ্গত, ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে চলতি মাসেই মুর্শিদাবাদে নজিরবিহীন হিংসা ও অশান্তির ঘটনা ঘটে। সুতি, জঙ্গিপুর থেকে সামশেরগঞ্জ পর্যন্ত ছড়িয়ে পড়ে উত্তেজনা। সামশেরগঞ্জের জাফরাবাদে বাবা ও ছেলেকে কুপিয়ে খুন করার মতো মর্মান্তিক ঘটনাও ঘটে।
এই পরিস্থিতিতে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন ওঠে। এলাকায় নামানো হয় সীমান্ত সুরক্ষা বাহিনী (BSF), পরে হাইকোর্টের নির্দেশে মাঠে নামে কেন্দ্রীয় বাহিনী।
এই প্রেক্ষিতে পুলিশ প্রশাসনের শীর্ষ স্তরে রদবদলকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক ও রাজনৈতিক মহল।