বাংলার রাজনীতি যেন নতুন উত্তেজনার সরণিতে। আগরপাড়ার প্রদীপ করের মৃত্যু রাজ্য রাজনীতিকে এনে ফেলেছে ঝড়ের কেন্দ্রে (NRC Death)। বুধবার নিহতের পরিবারের সঙ্গে দেখা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাড়িতে গিয়ে পরিবারের পাশে দাঁড়িয়েই তিনি সাফ অভিযোগ করেন— এই মৃত্যুর দায় বিজেপি ও নির্বাচন কমিশনের (NRC Death)। তাঁর দাবি, আতঙ্ক তৈরি করে ভোটারদের বিভ্রান্ত করা হচ্ছে। তারপরেই তাঁর কণ্ঠে ওঠে স্লোগান— “জাস্টিস ফর প্রদীপ কর।” শুধু তাই নয়, সামাজিক মাধ্যমেও নিজের ডিসপ্লে ছবি বদলে সেই বার্তাই তুলে ধরেন তিনি।
এই পদক্ষেপেই উত্তপ্ত হয়ে ওঠে বিজেপি। তাতেই সরাসরি আক্রমণে নামলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তাঁর কথায়, “কপি ক্যাট! নকল করছে।” সুকান্তর অভিযোগ, “যে ব্যক্তি ২০০২ সালের (NRC Death) ভোটার তালিকায় ছিলেন, তাঁর ভয় পাওয়ার কথা নয়। অথচ তৃণমূলই ভয় দেখাচ্ছে, ভুল বোঝাচ্ছে।” তাঁর মতে, “ভুল আতঙ্ক তৈরি হলে এমন আত্মহত্যা ঘটতেই পারে।”
আরজি কর কাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন (NRC Death), “আরজি কর ঘটনা যখন ঘটেছিল, তখন অভিষেক চুপ ছিলেন। তখন তিনি নিজের জিমে ব্যস্ত ছিলেন। সারা বাংলার মানুষ রাস্তায় নেমেছিল, কিন্তু আজ তিনি হঠাৎ নকল করছেন। ঔদ্ধত্যপূর্ণ আচরণ। মানুষকে হিউমিলিয়েট করা হচ্ছে।”
অভিষেকের বক্তব্য অবশ্য একেবারে ভিন্ন (NRC Death)। আগরপাড়ায় দাঁড়িয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন, “বিজেপির এত হিন্দুত্ব, এত মানুষ–মানবতার কথা… কিন্তু এক জন নেতাও এখনও পরিবারের কাছে গেলেন না কেন?” তিনি আরও বলেন, “যিনি নিজে লিখে গিয়েছেন— ‘আমার মৃত্যুর জন্য NRC দায়ী’, তা নিয়ে রাজনীতি কেন?”
একদিকে তৃণমূল দাবি করছে বিজেপি ভয় দেখাচ্ছে, অন্যদিকে বিজেপি বলছে তৃণমূলই আতঙ্ক ছড়াচ্ছে। যে মৃত্যুতে সংবেদনশীল হওয়ার কথা সবার, তা এখন রূপ নিয়েছে এক কঠিন রাজনৈতিক লড়াইয়ে। আগরপাড়া থেকে দমদম, বারাকপুর থেকে কলকাতা— প্রশ্ন এখন শুধু একটাই, সত্যিই কি আতঙ্কে মৃত্যু? নাকি রাজনৈতিক বয়ানের নতুন অধ্যায়?
মৃত্যুর পর নীরবতা নয়, বরং স্লোগান আর পাল্টা স্লোগান। একদিকে ‘জাস্টিস ফর প্রদীপ কর’, অন্যদিকে ‘ভয় দেখাবেন না’। রাজ্য রাজনীতির বাতাসে এখন ঘোরে মাত্র এক শব্দ— উত্তেজনা।












