চেক দেওয়া কাল হয়েছিল, এখন প্রাণ নিয়ে টানাটানি (Death Threats)! এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ তুললেন ব্যারাকপুর সদর বাজারের বাসিন্দা স্বাতীলেখা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্বামী সুমিত গঙ্গোপাধ্যায় (Death Threats)। অভিযোগ, বিয়ের প্রস্তুতির জন্য বেহালার এক ইন্টিরিয়র ডেকরেশন সংস্থাকে চেক দেওয়ার পর (Death Threats), বিয়ে বাতিল হলেও সেই টাকা ফেরত তো মেলেইনি, উল্টে শুরু হয়েছে প্রাণনাশের হুমকি (Death Threats)!
ঘটনার সূত্রপাত গত ফেব্রুয়ারি মাসে। ২২ ফেব্রুয়ারি স্বাতীলেখা ও দুর্গাপুরের সুমিতের বিয়ে হওয়ার কথা ছিল। সেই উপলক্ষে বাড়ি সাজানোর জন্য বেহালার শিবাজি সিংয়ের সংস্থার সঙ্গে কথা বলেন তাঁরা। কাজ শুরুর আগেই এক লক্ষ টাকার একটি চেক দেওয়া হয় সংস্থার হাতে। কিন্তু আচমকাই স্বাতীলেখার মা অসুস্থ হয়ে পড়ায় বিয়ে বাতিল হয়ে যায়। সেই পরিস্থিতিতে পরিষেবা না নেওয়ার কথা জানিয়ে শিবাজি সিংয়ের কাছে চেক ফেরত চান নবদম্পতি।
অভিযোগ, সেই চেক ফেরত তো দেওয়া হয়নি, বরং শুরু হয় ভয় দেখানো। নবদম্পতির দাবি, তাঁদের বন্দুক দেখিয়ে হুমকি দেওয়া হয়েছে। এমনকি তুলে নিয়ে যাওয়ারও ভয় দেখানো হয়েছে। তাঁরা আরও জানান, মাঝে ১৮ এপ্রিল এক মন্দিরে গোপনে বিয়ে করেন তাঁরা। কিন্তু তারপর থেকে জীবনটাই যেন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। আতঙ্কে কখনও দিঘা, কখনও তারাপীঠ, কখনও আবার রাজ্যের বাইরে আশ্রয় নিচ্ছেন তাঁরা।
ঘটনার অভিযোগ জানানো হয়েছে ব্যারাকপুর থানায়। অভিযোগে নবদম্পতির দাবি, লালবাতি লাগানো গাড়িতে কেউ সিবিআই অফিসার সেজে এসে হুমকি দিচ্ছে। এমনকি সেই গাড়ির ভিডিও এবং সিসিটিভি ফুটেজও পুলিশের হাতে তুলে দিয়েছেন তাঁরা। কিন্তু এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অভিযোগ।
পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্বাতীলেখা ও সুমিত। তাঁদের দাবি, পুলিশ বিষয়টি ‘সমঝোতা’য় মেটানোর পরামর্শ দিচ্ছে। তাঁদের প্রশ্ন, যখন কোনও কাজই করানো হয়নি, তখন কেন দিতে হবে টাকা?
এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ব্যারাকপুর ও বেহালায়। প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে চেকের টাকা ঘিরে এমন চরম হুমকির অভিযোগে নড়েচড়ে বসেছে বিভিন্ন মহল।