হাওড়ার নরসিংহ কলেজের (ND College) প্রাক্তনী এবং তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহ-সভাপতি সৌভিক রায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠল যৌন নির্যাতনের। কলেজে র্যাগিংয়ের একটি ভাইরাল ভিডিও ঘিরে ফের চাঞ্চল্য ছড়াল রাজ্য রাজনীতিতে (ND College) । এবার সরাসরি কাঠগড়ায় উঠলেন টিএমসিপির অন্যতম রাজ্য নেতা। অভিযোগ, একাধিক ছাত্রকে জোর করে তাঁদের প্যান্ট খুলতে বাধ্য করতেন সৌভিক রায় এবং তাঁদের যৌনাঙ্গ দেখে বিকৃত আনন্দ নিতেন (ND College) ।
এসএফআই-এর তরফে এই ঘটনা প্রকাশ্যে আনা হয়েছে। অভিযোগ, শুধু দেখেই থেমে থাকতেন না, ভিডিয়ো করে রাখতেন, ছ্যাঁকা দিতেন, কখনও প্যান্টে জল ফেলে অপমান করতেন (ND College) । একাধিক বছর ধরে কলেজে এই অপকর্ম চলেছে বলে দাবি অভিযোগকারীদের।
এক নির্যাতিত ছাত্র জানান, “আমি বিকম ইভিনিং বিভাগের ছাত্র। ক্লাস শেষ হওয়ার পর সবাই যখন কলেজ থেকে বেরিয়ে যেত, তখন আমাদের ইউনিয়ন (ND College) রুমে থাকতে বলা হত। সেখানেই সৌভিক দাদা আমাদের সঙ্গে এই আচরণ করতেন। প্রতি বছর কোনও না কোনও জুনিয়রকে তিনি শিকার বানাতেন। আমরা বিষয়টি কয়েকজন দাদার সাহায্যে তৃণাঙ্কুর ভট্টাচার্যকেও জানিয়েছিলাম।”
২০২৩ সালে হাওড়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, ব্যাঁটরা থানা এবং অ্যান্টি র্যাগিং কমিশনে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছিল বলে দাবি করা হয়েছে। অভিযোগপত্রের একাধিক কপি সংশ্লিষ্ট দফতর এবং নেতাদের কাছেও পাঠানো হয়েছিল। তবুও সৌভিক রায়ের বিরুদ্ধে (ND College) কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। আজও তিনি বহাল তবিয়তে একই পদে বসে রয়েছেন।
এই বিষয়ে এসএফআই-এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, “ক্যাম্পাসের মধ্যে অপরাধচক্র গড়ে উঠেছে। আর এই ধরনের ছাত্রনেতাদেরই রাজনৈতিকভাবে মদত দেওয়া হচ্ছে। ফলে তাঁরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। ছাত্রদের নিরাপত্তা আজ প্রশ্নচিহ্নের মুখে।”
এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্ত সৌভিক রায়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ রাজ্য রাজনীতিতে নতুন করে অস্বস্তির সৃষ্টি করেছে শাসকদলের ছাত্র শাখার মধ্যে।