নবদ্বীপে (Nadia) নার্সিং পড়ুয়াদের বাড়ি ভাড়া দেওয়া নিয়ে বিবাদের জেরে এক বৃদ্ধ বাড়িওয়ালাকে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার করা হল নার্সিং কলেজের ক্যান্টিনের এক রাঁধুনিকে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম নান্টু দেবনাথ (Nadia) । তাঁকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে বুধবার নবদ্বীপ আদালতে পেশ করা হয়।
ঘটনাটি ঘটেছে সোমবার রাতে নবদ্বীপের (Nadia) সরকার এলাকায়। স্থানীয় বাসিন্দা নেপাল দেবনাথ তাঁর বাড়ি বেসরকারি একটি নার্সিং কলেজের পড়ুয়াদের ভাড়া দিয়েছিলেন। অভিযোগ, সেই ভাড়াবাড়ি নিয়ে কোনও বিষয়কে কেন্দ্র করে নেপালের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন নান্টু দেবনাথ (Nadia) । কথা কাটাকাটির মধ্যেই নান্টু হঠাৎ করে লাঠি হাতে নিয়ে নেপালের ওপর হামলা চালান। একের পর এক এলোপাথাড়ি মার খেয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বৃদ্ধ।
স্থানীয় বাসিন্দারা নেপালকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন অভিযুক্ত নান্টু। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালিয়ে মঙ্গলবার তাঁকে গ্রেফতার করে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত নান্টু দেবনাথ ওই নার্সিং কলেজের ক্যান্টিনে রাঁধুনির কাজ করতেন। ঠিক কী কারণে এই চরম রাগ ও হিংসা—তা এখনও স্পষ্ট নয়। পুরনো কোনও শত্রুতা, মানসিক অসন্তোষ নাকি অন্য কোনও কারণ—সব দিক খতিয়ে দেখছে পুলিশ। নান্টুকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার পূর্ণ বিবরণ জানার চেষ্টা চলছে।