নদিয়ার (Nadia) কল্যাণীতে ঘটল এক হৃদয়বিদারক এবং শিউরে ওঠার মতো ঘটনা। মাত্র ৬ মাসের নিজের শিশুপুত্রকে খুন করে সেপটিক ট্যাঙ্কে ফেলে দিল মা! এমন নির্মম ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় (Nadia)। ইতিমধ্যেই অভিযুক্ত মা রূপা ঘোষকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুপুত্র হত্যার কারণ এখনও স্পষ্ট না হলেও শুরু হয়েছে পুলিশি তদন্ত।
ঘটনাটি ঘটেছে কল্যাণী (Nadia) থানার অন্তর্গত সগুনা তেলিগাছা এলাকায়। জানা গিয়েছে, বছর তিনেক আগে রূপার সঙ্গে বিয়ে হয় সোমনাথ ঘোষ নামে এক ব্যক্তির, যিনি পেশায় জলের ব্যবসায়ী। এটি রূপার দ্বিতীয় বিবাহ। তবে সংসার সুখের ছিল না। রোজকার কলহ-অশান্তিতে জর্জরিত ছিল এই দম্পতির সম্পর্ক (Nadia)।
শুক্রবার রাতে হঠাৎই রূপা জানায়, তার সন্তান ঘর থেকে নিখোঁজ হয়ে গিয়েছে (Nadia)। চুরি হয়েছে বলে সন্দেহ প্রকাশ করে সে। ছেলেকে খুঁজে না পেয়ে এলাকায় শুরু হয় তোলপাড়। খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে যখন রূপাকে জিজ্ঞাসাবাদ শুরু করে, তখন তার কথাবার্তায় অসঙ্গতি লক্ষ্য করেন তদন্তকারীরা।
চাপ তৈরি হতেই পুলিশের কাছে ভেঙে পড়ে রূপা। নিজের সন্তানকে খুন করার কথা স্বীকার করে নেয় সে। জানায়, নিজেই শিশুকে মেরে সেপটিক ট্যাঙ্কে ফেলে দিয়েছে। তার বয়ান অনুযায়ী খোঁজ চালিয়ে ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় শিশুটির নিথর দেহ। ঘটনাস্থলেই শোকাচ্ছন্ন হয়ে পড়ে প্রতিবেশীরা। রাতেই গ্রেফতার করা হয় রূপাকে।
তবে ঠিক কী কারণে মা এমন নৃশংস পথে গেলেন, তা এখনও পরিষ্কার নয়। পারিবারিক অশান্তি, মানসিক অবসাদ নাকি অন্য কোনও কারণ? এই সব দিক থেকেই তদন্ত চালাচ্ছে পুলিশ। শিশুর পিতাও গোটা ঘটনায় হতবাক ও বিপর্যস্ত।