মুর্শিদাবাদের ধুলিয়ান পুরসভার এক ওয়ার্ডে পৌরসভার জল খেয়ে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছেন প্রায় ৫০ জন মানুষ (Murshidabad)। অভিযোগ, ওই জল পান করার কারণেই অসুস্থতা ছড়িয়েছে এলাকায়। শুধু তাই নয়, পরিবারের দাবি অনুযায়ী, ওই জল খাওয়ার জেরেই এক মহিলার মৃত্যু পর্যন্ত হয়েছে। ঘটনাকে ঘিরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে ধুলিয়ান পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কামাত এলাকায় (Murshidabad)।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত বৃহস্পতিবার রাতে যে জল সরবরাহ করা (Murshidabad) হয়েছিল, সেই জল পান করার পর থেকেই একের পর এক মানুষ অসুস্থ হয়ে পড়তে শুরু করেন। প্রথমে বমি, পেটের যন্ত্রণা ও জ্বরের মতো উপসর্গ দেখা দেয়। পরিস্থিতি দ্রুত খারাপ হওয়ায় অসুস্থদের তড়িঘড়ি অনুপনগর হাসপাতাল এবং জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। একসঙ্গে এত মানুষ অসুস্থ হয়ে পড়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে (Murshidabad)।
পরিস্থিতি সামাল দিতে ধুলিয়ান পুরসভার পক্ষ থেকে মাইকিং করে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পৌরসভার সরবরাহ করা জল যেন কেউ পান না করেন। বিকল্প হিসেবে অন্য জল ব্যবহারের কথাও বলা হয়।
এরই মধ্যে সোমবার সকালে আয়েশা বিবি নামে এক মহিলার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, পৌরসভার জল পান করার পর থেকেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন এবং শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়। যদিও সরকারি ভাবে এখনও মৃত্যুর কারণ নিশ্চিত করা হয়নি। বর্তমানে আরও বেশ কয়েক জন অসুস্থ ব্যক্তি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
চাপের মুখে পড়ে ধুলিয়ান পুরসভার পক্ষ থেকে ১১ নম্বর ওয়ার্ডে একটি বিনামূল্যের মেডিক্যাল ক্যাম্প বসানো হয়েছে। স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন, মেডিক্যাল টিম ইতিমধ্যেই কাজ শুরু করেছে এবং যাঁদের অবস্থা গুরুতর, তাঁদের হাসপাতালে পাঠানো হচ্ছে।
অন্যদিকে ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ইনজামামুল হক জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যাদবপুরে পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই প্রকৃত কারণ জানা যাবে বলে দাবি পুরসভার।













