মুর্শিদাবাদের (Murshidabad) জাফরাবাদে খুন হওয়া হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাসের পরিবারের সদস্যরা এবার নিজেদের সুরক্ষার জন্য সরাসরি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, রাজ্যপাল সিভি আনন্দ বোস ও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হলেন। রবিবার (Murshidabad) বিধাননগর থেকে এই তিন মহামান্য ব্যক্তিত্বের উদ্দেশ্যে চিঠি পাঠান হরগোবিন্দ দাসের স্ত্রী পারুল দাস ও চন্দন দাসের স্ত্রী পিঙ্কি দাস। শনিবার রাতে পুলিশ তাঁদের হেনস্তা করেছেন বলে অভিযোগ করেন (Murshidabad)।
চিঠিতে তাঁরা অভিযোগ করেছেন, বিধাননগর থানার একাধিক পুলিশ আধিকারিক তাঁদের বারবার হেনস্থা করছেন। পূর্ব থানার আইসি-সহ নির্দিষ্ট নাম উল্লেখ করে পুলিশি দুর্ব্যবহারের অভিযোগ করেছেন দুই মহিলা। তাঁরা লিখেছেন, “আমাদের স্বামীদের মৃত্যু যেন রাজনৈতিক ফায়দার হাতিয়ার না হয়। আমাদের বাঁচার অধিকারটুকু নিশ্চিত করুন।”
রবিবার পুলিশের বিরুদ্ধে তাঁদের আশ্রয়স্থলে জোর করে ঢোকার অভিযোগও তোলেন তাঁরা। নিহতদের পরিবারের দাবি, দরজা ভেঙে পুলিশ ঢুকে পড়ে এবং হুমকি দেয়। যদিও পুলিশের বক্তব্য, অপহরণের একটি লিখিত অভিযোগের ভিত্তিতেই তাঁরা তদন্তে এসেছিলেন। তবে পরিবারের আশঙ্কা, সেই অভিযোগও জোর করে আদায় করা হতে পারে।
এ ঘটনার পর ওই পরিবার সল্টলেকের আশ্রয় ছেড়ে অন্যত্র চলে যায় এবং সেখান থেকেই তাঁরা রাজ্যপাল ও দুই প্রধান বিচারপতিকে চিঠি পাঠান। পরিস্থিতির জটিলতা বাড়তে থাকায় রাজ্যপাল বোসও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি লিখে মুর্শিদাবাদের নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে অবগত করেন।