দেশবিরোধী মন্তব্য ও সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্ট শেয়ারের অভিযোগে ফের গ্রেফতার হলেন (Arrested) এক যুবক। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক গ্রেফতারের (arrested) ঘটনায় উদ্বেগ বাড়ছে প্রশাসনের।
সর্বশেষ ঘটনা মুর্শিদাবাদের (Arrested)। বহরমপুর থানার অন্তর্গত রাঙ্গামাটি চাঁদপাড়া এলাকার বাসিন্দা আসমত শেখ (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, তিনি ফেসবুকে একটি ধর্মীয় গুরুর বিতর্কিত পোস্ট শেয়ার করেছিলেন, যেখানে লেখা ছিল— “টুকরো টুকরো হয়ে যাবে ভারত।”
এই পোস্ট ভাইরাল হতেই এলাকায় শোরগোল পড়ে যায়। খবর পেয়ে তৎপর হয় পুলিশ, সঙ্গে সঙ্গেই ওই পোস্টটি মুছে ফেলা হয় এবং অভিযুক্তকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগেও এমনই একটি ঘটনা ঘটে পূর্ব বর্ধমানে। বুধবার, কালনা থেকে গ্রেফতার হন রবিউল খান নামে এক যুবক। তিনি নিজের ফেসবুকে শেয়ার করেছিলেন একটি উস্কানিমূলক পোস্ট, যেখানে লেখা ছিল— “পৃথিবীর মানচিত্র থেকে পাকিস্তান কখনো মুছবে না, মুছে যাবে হিন্দুত্ববাদ হিন্দুস্তান।”
এই পোস্টের জেরে রবিউলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা সহ একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ। মঙ্গলবার রাতে তাঁকে গ্রেফতার করা হয় এবং বুধবার কাটোয়া মহকুমা আদালতে তোলা হয়।
প্রশাসন ও নিরাপত্তা সংস্থাগুলি জানাচ্ছে, দেশের বিরুদ্ধে অপপ্রচার বা উস্কানিমূলক মন্তব্য কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
এই ধরনের ঘটনাগুলিতে একের পর এক পদক্ষেপ নেওয়া হলেও, সমাজের একাংশের মধ্যে এখনও সচেতনতার অভাব প্রকট হয়ে উঠছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।