Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • “মাঠে খেলা, আর ওদিকে গলায় ছুরি!”—কালীগঞ্জে রক্তে রাঙা ফুটবল ময়দান, খেলার মাঝে নৃশংস খুনে হতচকিত দর্শক!
জেলা

“মাঠে খেলা, আর ওদিকে গলায় ছুরি!”—কালীগঞ্জে রক্তে রাঙা ফুটবল ময়দান, খেলার মাঝে নৃশংস খুনে হতচকিত দর্শক!

nadia murder
Email :3

নদিয়ার (Nadia) কালীগঞ্জে ফুটবল প্রতিযোগিতার ময়দানেই রক্তাক্ত খুনের ঘটনা! শত মানুষের চোখের সামনে ধারালো অস্ত্রের কোপে প্রাণ গেল এক ব্যক্তির। রবিবার সন্ধ্যায় সাধুগঞ্জ মাঠে (Nadia) ফুটবল প্রতিযোগিতা চলাকালীন ঘটে এই রোমহর্ষক ঘটনা। নিহত ব্যক্তির নাম সঞ্জিত ঘোষ (৪৫)। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত পরিমল রাজওয়ারকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত সঞ্জিত ঘোষ ফরিদপুর গ্রামের (Nadia) বাসিন্দা। অভিযুক্ত পরিমল রাজওয়ারের বাড়ি করালিয়া পূর্বপাড়ায়। দু’জনের মধ্যে আগে থেকেই পরিচয় ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন আগে সঞ্জিত ঘোষ পরিমলের কাছ থেকে সুদে ২০ হাজার টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা কিছুটা ফেরত দিলেও সুদ-আসলে ঋণের অঙ্ক অনেকটাই বেড়ে যায় বলে অভিযোগ (Nadia) । বেশ কিছুদিন ধরেই টাকার জন্য চাপ দিচ্ছিলেন পরিমল। এনিয়ে একাধিকবার দুইজনের মধ্যে বচসাও হয়েছে বলে খবর।

রবিবার সন্ধ্যায়, ফুটবল খেলার মাঝে নতুন করে শুরু হয় বিতণ্ডা। অভিযোগ, উত্তপ্ত বাক্‌বিতণ্ডার মাঝেই আচমকা সঞ্জিতের গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারেন পরিমল। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সঞ্জিত। মুহূর্তেই গোটা মাঠ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা অভিযুক্ত পরিমলকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয়। অন্যদিকে রক্তাক্ত অবস্থায় সঞ্জিতকে প্রথমে কালীগঞ্জ ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে স্থানান্তরিত করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। রাতে সেখানেই মৃত্যু হয় তাঁর।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে পাওনা টাকাকেই হত্যার মূল কারণ হিসেবে ধরা হচ্ছে। তবে তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা। সোমবার ধৃত পরিমল রাজওয়ারকে কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

 

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts