Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • Ashok Dinda: ময়না থেকেই ফের ভোটে নামছেন অশোক দিন্দা! মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করলেন নিজেই বিজেপি প্রার্থীতার কথা
জেলা

Ashok Dinda: ময়না থেকেই ফের ভোটে নামছেন অশোক দিন্দা! মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করলেন নিজেই বিজেপি প্রার্থীতার কথা

ashoke dinda
Email :3

বিধানসভা নির্বাচনের এখনও প্রায় সাত মাস বাকি। কিন্তু রাজনৈতিক পারদ এখন থেকেই চড়তে শুরু করেছে রাজ্যে। কোনও দলই এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি। অথচ, এরই মধ্যে নিজের আসন থেকে বিজেপির প্রার্থীর নাম ঘোষণা করে দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও বর্তমান ময়নার বিধায়ক অশোক দিন্দা (Ashok Dinda)। তাও নিজের নামই ঘোষণা করে দিলেন তিনি প্রকাশ্যে!

রবিবার পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপির বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দিন্দা (Ashok Dinda) বলেন, “ভারতীয় জনতা পার্টিতে কে কোথা থেকে দাঁড়াবে, সেটা আগে থেকে বলা যায় না। কিন্তু আমি আপনাদের আশ্বস্ত করছি— ২০২৬ সালে অশোক দিন্দাই (Ashok Dinda) ময়না থেকে প্রার্থী হবে। ৯৯.০০৯ শতাংশ আমি-ই দাঁড়াব। আপনারা আমার সঙ্গে থাকুন।”

তাঁর এই মন্তব্যে মুহূর্তেই হাততালিতে ফেটে পড়ে সভামঞ্চ (Ashok Dinda)। কর্মী-সমর্থকদের উচ্ছ্বাসে ভেসে যান দিন্দা। এরপরই তিনি জানান কেন ফের নিজেকে ময়নার প্রার্থী হিসেবে দেখতে চান। বলেন, “গত সাড়ে চার বছর ধরে আমি ময়নাতেই কাজ করছি। মানুষের পাশে আছি, মানুষের জন্য আছি। তাই আমি জানি, মানুষ এবারও আমায় চায়।”

একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অশোক দিন্দা (Ashok Dinda)। এরপর ময়না কেন্দ্র থেকে জিতে আসেন বিধানসভায়। মাঠের বাইরেও তাঁর জনপ্রিয়তা এখনও যথেষ্ট, তা প্রমাণ হল এই সভায় জনতার প্রতিক্রিয়াতেই।

বিজয়া সম্মিলনীর মঞ্চে উঠে দিন্দা এদিন রাজ্যের ভোটার তালিকা সংশোধন প্রকল্প বা এসআইআর নিয়েও মন্তব্য করেন। বলেন, “বাংলায় এবার এসআইআর হবে। তাতে ৮০ লক্ষ থেকে ১ কোটি নাম বাদ যাবে। তখন তৃণমূল কংগ্রেস দুমড়ে-মুচড়ে পড়বে।”

অশোক দিন্দার এই ঘোষণা ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে ইতিমধ্যেই তোলপাড়। কারণ, সাধারণত প্রার্থী ঘোষণা করে দল, নিজে থেকে এমন ঘোষণা বিরল। তবে বিজেপি শিবিরের একাংশ মনে করছে, দিন্দা ময়নায় যথেষ্ট জনপ্রিয় এবং সংগঠনের মুখ, তাই তাঁর বক্তব্যকে দল নেতিবাচকভাবে দেখবে না।

অন্যদিকে, এর ঠিক একদিন আগেই সাঁইথিয়ায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলও তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা করেন। তিনি জানান, লীলাবতি সাহা হবেন সাঁইথিয়ার প্রার্থী।

অর্থাৎ, নির্বাচনের ঢাকে কাঠি পড়ার অনেক আগেই, দুই শিবিরেই প্রার্থী ঘোষণার হাওয়া শুরু হয়ে গেল। এখন প্রশ্ন একটাই— বিজেপি নেতৃত্ব কি আনুষ্ঠানিকভাবে ময়না থেকে অশোক দিন্দাকেই প্রার্থী ঘোষণা করবে? নাকি এই ‘ঘোষণা’তে নতুন বিতর্কের জন্ম দিলেন প্রাক্তন এই ক্রিকেটার?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts