Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • মালদহে দাঁড়িয়ে বিস্ফোরক মোদী! ‘বাংলার ভাষাই বদলে যাচ্ছে’, তৃণমূলকে সরাসরি নিশানা
জেলা

মালদহে দাঁড়িয়ে বিস্ফোরক মোদী! ‘বাংলার ভাষাই বদলে যাচ্ছে’, তৃণমূলকে সরাসরি নিশানা

pm modi in manipur 1
Email :1

বাংলায় অনুপ্রবেশকারী ইস্যুতে আগেও বারবার সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এসআইআর আবহে সেই বিতর্ক আরও তীব্র হয়েছে। শনিবার পশ্চিমবঙ্গের মালদহে এসে ফের একবার তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী (PM Modi)। তাঁর অভিযোগ, রাজ্যে অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে শাসকদল।

মালদহে বন্দে ভারত স্লিপার ট্রেন-সহ একাধিক নতুন ট্রেনের উদ্বোধনের পর জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলার কিছু কিছু এলাকায় পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে ভাষাও বদলে যাচ্ছে। তাঁর দাবি, অনুপ্রবেশকারীদের কারণে রাজ্যের সামাজিক পরিবেশে বড় পরিবর্তন দেখা যাচ্ছে।

অনুপ্রবেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের বহু উন্নত দেশেও অবৈধ অনুপ্রবেশকারীদের বের করে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গেও সেই কাজ করা জরুরি। এক এক করে অনুপ্রবেশকারীদের রাজ্য থেকে বের করে দিতে হবে। তবে তৃণমূল সরকার থাকলে তা সম্ভব নয় বলেই মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী (PM Modi)আরও বলেন, তৃণমূল সাধারণ মানুষের জমি ও সম্পত্তির সুরক্ষা দিতে পারবে না।

মোদীর অভিযোগ, তৃণমূলের নেতারা বছরের পর বছর ধরে অনুপ্রবেশকারীদের এখানে বসবাস করতে সাহায্য করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, অনুপ্রবেশকারীরা কাজ কেড়ে নিচ্ছে, উপার্জনের সুযোগ দখল করছে এবং নানা অত্যাচারে যুক্ত হচ্ছে। এর ফলে রাজ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে বলেও দাবি করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, অনুপ্রবেশকারীদের কারণে মালদহ, মুর্শিদাবাদ-সহ একাধিক জেলায় দাঙ্গার ঘটনা বেড়েছে। কোথাও কোথাও ভাষাগত পরিবর্তনও চোখে পড়ছে। এই পরিস্থিতির জন্য সরকার ও অনুপ্রবেশকারীদের মধ্যে সম্পর্ক ছিন্ন করা জরুরি বলে মন্তব্য করেন তিনি। বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলেও জনসভা থেকে বার্তা দেন প্রধানমন্ত্রী।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts