Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ফের চাঞ্চল্য! নেপাল থেকে বাংলায় পাচারের আগেই উদ্ধার একাধিক নাবালিকা, ধরা পড়ল ভয়ঙ্কর চক্র!
জেলা

ফের চাঞ্চল্য! নেপাল থেকে বাংলায় পাচারের আগেই উদ্ধার একাধিক নাবালিকা, ধরা পড়ল ভয়ঙ্কর চক্র!

child trafficking
Email :2

উত্তরবঙ্গে ফের শিশু পাচারের (Child Trafficking) বড়সড় চক্রান্ত নস্যাৎ করল সীমান্তরক্ষী বাহিনী। একাধিক নাবালিকাকে হাতেনাতে উদ্ধার করা হয়েছে ভারত-নেপাল সীমান্তে। পুলিশ ও এসএসবি সূত্রে জানা গিয়েছে, নেপাল থেকে পাচারের উদ্দেশে বাংলায় আনা হচ্ছিল ওই নাবালিকাদের (Child Trafficking)। পাচারের আগেই সীমান্ত এলাকায় সন্দেহভাজন একটি গাড়ি আটক করে দার্জিলিং সীমান্তে মোতায়েন বাহিনী।

এসএসবি-র তৎপরতায় নেপাল সীমান্ত সংলগ্ন ওই এলাকায় গাড়ি থেকে উদ্ধার করা হয় একাধিক নাবালিকাকে (Child Trafficking)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে, সকলেই নেপালের বাসিন্দা এবং কাজের টোপ দিয়ে তাদের শিলিগুড়ির মাধ্যমে অন্য রাজ্যে পাচার করা হচ্ছিল (Child Trafficking)। তাদেরকে আপাতত নিরাপদ স্থানে রাখা হয়েছে এবং নেপাল সরকারের সঙ্গে যোগাযোগ করে পরিবারের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

সূত্র জানাচ্ছে, এই একই রুটে সম্প্রতি একাধিকবার শিশু পাচারের(Child Trafficking) চেষ্টা হয়েছে। কয়েকদিন আগেই উত্তরবঙ্গ থেকে একসাথে ৫৪ জন এবং তার পরে ফের ৩৪ জনকে উদ্ধার করেছিল পুলিশ ও এসএসবি।

এই পাচারচক্র এতটাই কৌশলী যে, পাচারকারীরা সাধারণ যাত্রী সেজে বাসে অগ্রিম টিকিট কেটে উঠত এবং বাসচালক বা খালাসি কেউই বুঝতে পারতেন না যাত্রীদের প্রকৃত পরিচয়। পরবর্তীতে গোপন সূত্রে খবর পেয়ে বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করত। পাচারচক্র দিনের পর দিন এইভাবেই বহু শিশু ও কিশোরীকে দেশের বিভিন্ন প্রান্তে পাচার করে চলেছিল।

এই ঘটনার পর ফের একবার উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকায় শিশু পাচার রুখতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts