প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার রাজ্যের কারা ও ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে উঠে এসেছে বিস্ফোরক তথ্য (Minister Chandranath Sinha)। ইডি সূত্রে জানা গেছে, ২০১৬ সাল থেকে ২০২১ সালের মধ্যে মন্ত্রীর দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছিল প্রায় দেড় কোটি টাকা। এই বিপুল অঙ্কের অর্থ কোথা থেকে এসেছে, তার সঠিক ও যথাযথ ব্যাখ্যা দিতে পারেননি বলে দাবি করছে কেন্দ্রীয় সংস্থাটি (Minister Chandranath Sinha)।
এর আগে জুলাই মাসে ইডি তাঁকে নোটিস পাঠালেও দু’বার হাজিরা এড়িয়ে যান চন্দ্রনাথ (Minister Chandranath Sinha)। অবশেষে বৃহস্পতিবার ইডির দফতরে হাজিরা দেন বোলপুরের এই তৃণমূল বিধায়ক। যদিও সেই দিন তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি না, তা নিয়ে স্পষ্ট তথ্য মেলেনি। কিন্তু একই সঙ্গে উঠে এসেছে আরেক চাঞ্চল্যকর তথ্য—মন্ত্রীর অ্যাকাউন্টে দেড় কোটি টাকা জমার ঘটনা (Minister Chandranath Sinha)।
নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে ইডি একাধিকবার তল্লাশি চালায় মন্ত্রীর বাড়িতে। সেই সময় তাঁর বাড়ি থেকে নগদ ৪০ লক্ষ টাকা উদ্ধার হয় বলে জানা যায়। এই অর্থের উৎস সম্পর্কেও সন্তোষজনক উত্তর দিতে পারেননি চন্দ্রনাথ সিনহা, এমনটাই ইডি সূত্রের দাবি।
সূত্রের খবর, বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে আর্থিক লেনদেনের সূত্র ধরেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে মন্ত্রীর নাম উঠে আসে। তারপরই ইডি তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন নথি ও নগদ টাকা উদ্ধার করে এবং তাঁকে একাধিকবার তলব করা হয়।
এমনকি চার্জশিটে মন্ত্রীর নাম অন্তর্ভুক্ত করার জন্য ইডি রাজ্যপাল সি ভি আনন্দ বোসের কাছে অনুমতি চেয়েছে। সূত্রের দাবি, রাজ্যপাল ইতিমধ্যেই তদন্তে অনুমতি দিয়েছেন। ফলে নিয়োগ দুর্নীতির মামলায় চন্দ্রনাথ সিনহার আইনি বিপদ আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে।