হায়দরাবাদে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ভগবানগোলার এক পরিযায়ী শ্রমিকের! মৃতের নাম আব্দুল হালিম (Migrant worker) (৩৪), বাড়ি মুর্শিদাবাদের ভগবানগোলা থানার হাবাসপুর নাজির মহালদার পাড়ায়। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর (Migrant worker)। তবে এর পিছনে অন্য কোনও রহস্য আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, রাইস মিলে কাজ করতেন আব্দুল হালিম। শুক্রবার সকালে হঠাৎই পরিবারের কাছে ফোন আসে—“আব্দুল বাইক দুর্ঘটনায় গুরুতর আহত।” জানা যায়, কাজ থেকে বেরিয়ে টাকা পাঠানোর জন্য ব্যাঙ্কে যাচ্ছিলেন তিনি। সেই সময় পিছন থেকে দ্রুতগতির এক মোটরবাইক এসে ধাক্কা মারে। তাতেই ছিটকে পড়ে যান হালিম। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এই আকস্মিক ঘটনায় ভেঙে পড়েছে পরিবার। আব্দুলের স্ত্রী ও দুই ছোট সন্তানকে নিয়ে এখন দিশেহারা অবস্থা (Migrant worker)। সংসার চালানোই বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে পরিবারের সামনে। ইতিমধ্যেই প্রশাসনের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তাঁরা।
উল্লেখ্য, ভিনরাজ্যে কাজে গিয়ে পরিযায়ী শ্রমিকদের নানা সমস্যায় পড়ার অভিযোগ আগেও উঠেছে। এবার আরও এক পরিযায়ী শ্রমিকের এহেন মর্মান্তিক মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোক ও চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।