খড়গপুর (Medinipur) গ্রামীণের হরিয়াতাড়া এলাকায় অবস্থিত একটি তরল গ্লিসারিন কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল এক শ্রমিকের। বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল গোটা এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী (Medinipur)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম মনজিৎ কুমার, বয়স আনুমানিক ২৫। তিনি বিহারের বাসিন্দা। সোমবার বিকেলে কারখানায় (Medinipur) ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। সেই সময়েই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই তরুণ শ্রমিক বিশাল একটি গ্লিসারিন চেম্বারের ঢাকনার উপর বসে ওয়েল্ডিং করছিলেন। ঠিক তখনই হঠাৎ গ্যাস জমে ভয়ংকর বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় চেম্বারের ঢাকনাসহ ওই শ্রমিক ছিটকে গিয়ে কারখানা থেকে প্রায় ১০০ মিটার দূরে গিয়ে পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বিস্ফোরণের (Medinipur) জোরে চারদিক কেঁপে ওঠে। স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন ঘটনাস্থলে। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন অন্যান্য শ্রমিকরাও। খড়গপুর গ্রামীণ থানার পুলিশ ও দমকল বাহিনী এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।
পরে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা অভিযোগ করেন, “এই কারখানায় নেই কোনও নিরাপত্তার ব্যবস্থা। শ্রমিকদের জীবন ঝুঁকির মধ্যে পড়ে আছে। এখনই কিছু না করলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।”
পুলিশ জানিয়েছে, মৃতদেহটি উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পাশাপাশি মৃত শ্রমিকের পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।
একজন প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা বলেন, “একটা বিকট আওয়াজ শুনতে পেলাম। মনে হল যেন কিছু বিস্ফোরণ ঘটেছে। দৌড়ে এসে দেখি কারখানার বাইরে এক ব্যক্তি পড়ে আছেন— তখনই বুঝতে পারি খুব বড় কিছু ঘটে গিয়েছে।”