Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • কলেজেই বিয়ে! ইউনিয়ন রুমের সামনে মালাবদল, ভাইরাল ছবিতে তোলপাড় সুন্দরবন কলেজ!
জেলা

কলেজেই বিয়ে! ইউনিয়ন রুমের সামনে মালাবদল, ভাইরাল ছবিতে তোলপাড় সুন্দরবন কলেজ!

marriage
Email :15

কসবাকাণ্ডের পর রাজ্যের কলেজগুলিতে ছাত্র রাজনীতির আড়ালে একের পর এক বিতর্কিত ঘটনা প্রকাশ্যে আসছে। কখনও জুনিয়রদের সঙ্গে অশালীন আচরণ, কোথাও আবার ইউনিয়ন রুমে বসেই মদ্যপানের অভিযোগ— এসবের মাঝেই এবার চরম চমক কাকদ্বীপের সুন্দরবন মহাবিদ্যালয়ে (Marriage)। কলেজের ছাত্র সংসদের ভেতরে একেবারে বিয়ের আসর! সামাজিক মাধ্যমে সেই ছবি ভাইরাল হতেই ঝড় তুলেছে রাজ্যের শিক্ষাঙ্গনে (Marriage)।

জানা গিয়েছে, বিয়ের ঘটনার মূল কেন্দ্রবিন্দুতে থাকা যুবকের নাম অশোক গায়েন (Marriage)। তিনি কাকদ্বীপের বাসিন্দা হলেও, সুন্দরবন কলেজের ছাত্র নন বলে জানিয়েছেন নিজেই। পাত্রী অবশ্য ওই কলেজের ছাত্রী। অশোকের দাবি, “আমি কলেজের কেউ নই। তবে আমার সঙ্গে ওর দীর্ঘদিনের সম্পর্ক ছিল (Marriage)। বাইরে বিয়ে করেছি। বন্ধুরা বলেছিল কলেজে একটু আসতে, তাই ২ মিনিট গিয়েছিলাম। ইউনিয়ন রুমের সামনে ছবি তোলা ছাড়া কিছুই করিনি।”

তবে ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে, ছাত্র সংসদের রুমের ঠিক সামনে দাঁড়িয়ে নবদম্পতি মালাবদল করছেন (Marriage)। তাতে অনেকেই উপস্থিত। কলেজ ক্যাম্পাসে এমন ঘটনায় তীব্র সমালোচনার ঝড় উঠেছে।

কলেজের অধ্যক্ষ শুভঙ্কর চক্রবর্তী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, “যেদিন ঘটনাটা ঘটেছে, আমি কলেজে ছিলাম না। বিকেলে জানতে পারি। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীকে পাঠাই। তিনি জানান, বিয়ের পর নবদম্পতি ক্যাম্পাসে ঢুকেছেন, কিছুক্ষণ ছিলেন, ছবি তুলে বেরিয়ে গিয়েছেন। এরপরই গেট বন্ধ করতে বলা হয়।”

তৃণমূল ছাত্র পরিষদের নেতা সৌম্যদ্বীপ গায়েন বলেন, “ওটা বিয়ের (Marriage) পরে স্রেফ কলেজে দেখা করতে এসেছিল। কোনও অনুষ্ঠান বা বিয়ের আসর কলেজে বসেনি। এটা ভুয়ো প্রচার।”

অন্যদিকে এবিভিপি-র নিপুন দাস ক্ষোভ প্রকাশ করে বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে এমন বিয়ের ছবি— এটা কি কোনও ভাবেই মেনে নেওয়া যায়? বাইরে বিয়ে হলেও কলেজ চত্বরে মালাবদল করা, সেটাই প্রশ্ন তুলে দিচ্ছে। ইউনিয়ন রুম যেন ব্যক্তিগত প্রেমের আসর হয়ে না ওঠে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts